শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শনিবার | ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বন্দরের স্বল্পেরচরে ড্রেজার এর বালুর দ্বারা চাষের মাছ ধ্বংস! হামলা, আহত-৩

বুধবার, ০৪ অক্টোবর ২০২৩ | ৫:৩৭ অপরাহ্ণ

বন্দরের স্বল্পেরচরে ড্রেজার এর বালুর দ্বারা চাষের মাছ ধ্বংস! হামলা, আহত-৩

নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার স্বল্পেরচরে কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে মোহাম্মদ উজ্জ্বল ওরফে কাইল্লা উজ্জ্বলের পরিচালিত ড্রেজারের বালু দিয়ে স্থান ভরাট করার সময় উক্ত স্থান সংলগ্ন আরিফ দেওয়ানের পুকুরের ২ লাখ টাকার চাষ করা মাছের ক্ষতিসাধন হয়।
এ ক্ষতির কারণ জানতে চাইলে, উজ্জ্বল ও তার সহোযোগিরা গত ৩০ সেপ্টেম্বর বেলা ১ টা ৪৫ মি. ঘটিকায় আরিফ দেওয়ান, শরীফ দেওয়ান ও শাওনের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটায়।

উক্ত ঘটনায় ভুক্তভোগী শাওনের মা মমতাজ বেগম বাদী হয়ে বন্দর থানায় উজ্জ্বল’কে প্রধান আসামী করে ১৫ জনের নাম উল্লেখ্য সহ আরো ২০/২৫ জনকে অজ্ঞাতনামা আসামী হিসেবে বন্দর থানায় ১ টি প্রাননাশের চেষ্টা, হামলা, চুরি ও ছিনতাইয়ের মামলা দায়ের করেছেন।

আহতরা গুরুতরভাবে জখম হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়া, মামলার আসামীরা পলাতক থাকায় পুলিশ এখনো অবধি কাউকে গ্রেফতার করতে পারেনি বলে জানা যায়।

মামলার আসামীদের দ্রুত গ্রেফতার করার দাবী জানিয়েছেন আহতদের পরিবারবর্গ ও এলাকাবাসী।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন