মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

লাধুরচর গোবিন্দ ইসলামিয়া মাদ্রাসার ৭০ বছর পূর্তি পালন উপলক্ষে পরামর্শ সভা অনুষ্ঠিত ।

রবিবার, ১৪ এপ্রিল ২০২৪ | ৩:৫৪ অপরাহ্ণ

লাধুরচর গোবিন্দ ইসলামিয়া মাদ্রাসার ৭০ বছর পূর্তি পালন উপলক্ষে পরামর্শ সভা অনুষ্ঠিত ।

জামান ভূঁইয়া , সোনারগাঁও , নারায়ণগঞ্জ — নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর গোবিন্দ পুর ইসলামিয়া মাদ্রাসার ৭০ বছর পূর্ণ হবে এ বছর ২০২৪ খৃষ্টাব্দে । আজ থেকে ৭০ বছর আগে গোবিন্দ পুর গ্রামের মরহুম হাজ্বী খাদেম আলী ভূঁইয়ার দান করা ৬ শতাংশ জমির উপর পীরে কামেল মরহুম বড় হুজুর আলহাজ্ব মাওলানা আঃ রহমান ( দাঃ বাঃ ) প্রতিষ্ঠা করেন আজকের এই বিশাল মাদ্রাসা । প্রতিষ্ঠা কালে মাদ্রাসাটি তখন ছনের চালা আর বাঁশ দিয়ে কোন রকমে শুরু করা হয়েছিল । সেই থেকে পীরে কামেল বড়ো হুজুর আলহাজ্ব মাওলানা আঃ রহমান ( দাঃ বাঃ ) সাহেবের অক্লান্ত পরিশ্রম আর এলাকার কয়েকজন দান বীর মুরুব্বি সহযোগিতায় গড়ে উঠেছে আজকের লাধুরচর গোবিন্দ পুর ইসলামিয়া মাদ্রাসাটি । এর ইতিহাস ঐতিহ্য অনেক । জমি দাতা মরহুম হাজী খাদেম আলী , গোবিন্দ পুর গ্রামের মরহুম মোঃ আক্রম আলী ভূঁইয়া সহ আরো অনেকেরই পরিশ্রমের ফসল এই মাদ্রাসা । আজ অনেক বড় বলতে গেলে সারা সোনারগাঁওয়ের মধ্যে যত গুলো মাদ্রাসা আছে , তার মধ্যে অন্যতম । মাদ্রাসাটির ৭০ বছর পূর্তি পালন করা হবে শুরু থেকে এখন পর্যন্ত যারা এ মাদ্রাসার পড়া লেখা করেছেন করছেন তাদের সবাইকে নিয়ে । সে উপলক্ষেই আজ শনিবার ১৩ এপ্রিল ২০২৪ খৃষ্টাব্দ সকাল ১১ টা থেকে শুরু করে দুপুর ২ টা পর্যন্ত পরামর্শ সভা অনুষ্ঠিত হলো । সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠিতা মরহুম বড় হুজুর আলহাজ্ব মাওলানা আঃ রহমান ( দাঃবাঃ) সাহেবের সুযোগ্য পুত্র হাফেজ মোঃ আবু ইউসুফ ( দাঃবাঃ) সাহেব । এ পরামর্শ সভায় আরো যারা উপস্থিত ছিলেন , তারা হলেন বর্তমান মাদ্রাসার মুতামীম বড় হুজুরের ছোট সাহেবজাদা আলহাজ্ব মাওলানা আবু বকর কাসেমী ( দাঃবাঃ) , কবি সাংবাদিক মোঃ জামান ভূঁইয়া , নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড মেম্বার মোঃ জহিরুল ইসলাম , জমি দাতা হাজী খাদেম আলী ভূঁইয়ার নাতি মোঃ খায়রুল আলম , মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম , মাওলানা মাসুদ ভূঁইয়া, মাওলানা শহিদুল ইসলাম শাহিন , শিল্প পতি আলহাজ্ব মোঃ ওয়াহিদ ভূঁইয়া , মুফতি মাওলানা আনিছুর রহমান , শিক্ষানুরাগি গোবিন্দ পুর একতা সংঘের সভাপতি মোঃ জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আল আমিন ভূঁইয়া , সমাজ সেবক মোঃ আলমগীর , সমাজ সেবক মোঃ শরিফুল ইসলাম বায়জিদ ভূঁইয়া , আলী আহমদ , আলমগীর সরকার , ডালিম সরকার সহ এলাকার অনেক গুণিজন , মাদ্রাসার শিক্ষকবৃন্দ । আগামী ২০/২১ নভেম্বর ২০২৪ খৃষ্টাব্দ দুই দিন ব্যপি অনুষ্ঠিত হবে ৭০ বছর পূর্তি অনুষ্ঠানটি । এ উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে , নারায়ণগঞ্জ -৩ ( সোনারগাঁও ) মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব আব্দুল্লাহ আল কায়সার । উপস্থিত থাবেন বাংলা দেশের প্রক্ষাত আলেম ওলামা গন
আশা করা যাচ্ছে এই অনুষ্ঠানে কম করে হলেও পঞ্চাশ হাজার লোককের সমাগম হবে ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন