স্টাফ রিপোর্টার
আবুল কাশেম চট্টগ্রাম চট্টগ্রাম আনোয়ারা ১১নং জুঁইদন্ডী ইউনিয়ন ৭নং ওয়ার্ডে খুরুস্কুল গ্রামের
সি এন জি চালক ফরমানের স্ত্রী স্বামী ও ছেলে সন্তান কে ঘুমে রেখে
স্ত্রী শাবনুর আক্তার মুন্নি উধাও
গত শনিবার ২৩ এপ্রিল ২০২২ ইং সামি ফরমান ও ছেলে সন্তান মামুন ইসলাম সোহান সহ একি বসত ঘরে বিছানায় এক সঙ্গে ঘুমান ফরমান পরে আনুমানিক রাত ১ টার দিকে স্ত্রী কে বিছানায় না পেয়ে
আসে পাশে খোঁজা খোঁজি করে
না পেয়ে প্রতিবেশী নিক টিয় আত্মীয়-স্বজনের বাড়ী সহ শ্বশুরবাড়িতে স্থানে ব্যাপক খোঁজাখুঁজি করেও না পেয়ে আনোয়ারা থানা নিখোঁজ সন্দেহে সাধারণ ডায়েরি করেন যাহার জিডি নং ১১২৫
২৪/৪/ ২০২২ইং এই ডায়েরি করেন স্বামী মোঃ ফরমান
ফরমান বলেন গত ২৩ শে এপ্রিল রাত আনুমানিক ১টার দিকে আমার বসত ঘর থেকে ৩ ভরি স্বর্ণ এনজিও থেকে উঠানো ৫০ হাজার টাকা আর আমার গাড়ীর ইনকাম করে জমানো টাকা আনুমানিক ৬০ থেকে ৭০ হাজার টাকা সহ আমি ও আমার১৮ মাসের পুত্র সন্তান কে ঘুমে রেখে স্ত্রী শাবনুর আক্তার মুন্নি উধাও
ফরমানের আরো বলেন স্ত্রী উধাও হওয়ার পরের দিন সকালে অত্র ওয়ার্ডের মেম্বার আবদুল গফুর কে বিষয় টি জানানো হয় পরে মেম্বার গফুর
মেয়ের ওয়ার্ডের মেম্বার কে বিষয় অবগত করে ফরমান বলেন আমার শ্বশুর বাড়ির লোক জড়িত আছে বউ নিখোঁজ হওয়ার পিছনে না হলে আজ এত দিন হয়ে গেল ওরা নিরব কারণ কেন ওরা জানে আমার স্ত্রী কোথায় এই সব ও রা করতেছে
আমি হাত জোড় করে বলছি যদি আমার কোনো অপরাধ হয়ে তাকে তাহলে আমাকে শাস্তি দাও কিন্তু আমার সন্তান কেন নয় আমার সন্তানের কান্না আমি সইতে পারছিনা আমার ১৮ মাসের সন্তান কান্না করতে ছে মা মা মা বলে তোমরা ওর মাকে ওর কাছে ফিরিয়ে দাও
বলে কান্নায় ভেঙ্গে পড়ে ফরমান
নিখোঁজ হওয়া ব্যক্তির নাম শাবনুর আক্তার মুন্নি (২৬ )তিনি একজন গৃহিনী ও এক পুত্র সন্তানের মা
যদি কোন হৃদয়বান ব্যক্তি সন্ধান পেয়ে থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ রইল ০১৮৯০১৫৮২৫০