সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজ সোমবার | ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home » Slider »

নাসিক ৩ নং ওয়ার্ডে ৫ কাউন্সিলর পদপ্রার্থী নির্বাচনী মাঠে

শনিবার, ১৩ নভেম্বর ২০২১ | ১০:০১ অপরাহ্ণ

নাসিক ৩ নং ওয়ার্ডে ৫ কাউন্সিলর পদপ্রার্থী নির্বাচনী মাঠে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ঃনারায়নগঞ্জ সিটি কর্পোরেশন ৩ নং ওয়ার্ডের ৫ কাউন্সিলর পদপ্রার্থীদের নির্বাচনী প্রচার প্রচারণা করতে দেখা যায়।গতকাল শনিবার (১৩ নভেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায় , সম্ভব্য সকল কাউন্সিলর প্রার্থীরা সকলেই তাদের নির্বাচনী ব্যানার ও পেষ্টুন ্এবং এলাকার ভোটারদের সাথে সৌজন্যবোধ করতে দেখতে পাওয়া যায়। নাসিক ৩ নং ওয়ার্ডটি এলাকা হল রসুলবাগ,আর্দশ নগর ,নয়া আটি,মাদানীনগর,সানাড়পাড় বাস স্যান্ড উত্তর পাশ এলাকা,রওশন আরা ডিগ্রী কলেজ এলাকা, লন্ডন মার্কেট,বাঘমারা, নিমাইকাশারী, মুক্তি নগর নিয়ে গঠিত হয়েছে।নাসিক ৩ নং ওয়ার্ডে সম্ভাব্য ৫ জন কাউন্সিলর প্রার্থী নির্বাচনী প্রচার প্রচারণা করতে দেখা যায়।
নাসিক ৩ নং ওয়ার্ডের বর্তমান ক্উান্সিলর বিশিষ্টি সমাজ সেবক রাজনীতিবিদ ও ছাত্রলীগনেতা মোঃ শাহজালাল বাদল আসন্ন নাসিক ৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হয়ে নির্বাচনী সালাম প্রদান করছেন । তিনি ওয়ার্ডে প্রচার প্রচারণা ব্যানার পেষ্টুন দিয়ে এলাকায় প্রচার প্রচারণা করেন। তিনি বলেন, জনগনের সেবা করে যেতে চাই। আমি আমার ওয়ার্ডের জনগনের জন্য জনসেবায় নিয়োজিত রয়েছি। আমার ওয়ার্ডের রাস্তাঘাট-ড্রেনসহ বিভিন্ন উন্ন্য়নের কাজ করে যাচ্ছি। জনগনের সেবায় সবসময় নিয়োজিত থাকতে চাই। জনগনের মূল্যবান ভোট দিয়ে আমাকে পাশ করিয়ে জনপ্রতিনিধি বানিয়েছে সেবা করার জন্য আমি তাদের দায়িত্ব পালন করছি।জনগন যদি আমাকে আবারও তাদের জন প্রতিনিধি বেচে নেয় তাহলে নির্বাচন করব।এছাড়াও স্কুল ,মসজিদ, মাদ্রাসার বিভিন্ন কমিটিতে আমাকে দায়িত্বে পালনে মানুষের সেবা করার সুযোগ করে দিয়েছে।
এদিকে কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ জাতীয় শ্রমিকলীগের নারায়ণগঞ্জ মহানগরের যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মহি উদ্দিন মোল্লা সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হয়ে নির্বাচনী সালাম প্রদান ও নির্বাচনী প্রচার প্রচারণা করছেন । তিনি এলাকায় ব্যানার পেষ্টুন দিয়ে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন । তিনি দক্ষিন সানারপাড় পঞ্চায়েত কমিটির সভাপিত, দক্ষিন সানারপাড় মদিনা জামে মসজিদের সভাপতি, সানারপাড় বাসস্যান্ড জামে মসজিদের সেক্রেটারী,বায়তুল জান্নাত জামে মসজিদের সেক্রেটারী,সানারপাড় জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদরাসা ও এতিম খানার সেক্রেটারী , সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য , সানারপাড় রওশন আরা কলেজের আজীবন দাতা সদস্য দায়িত্ব পালন করছেন। তিনি বলেন,সমাজের অনেক উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছেন ।এলাকাবাসী আমাকে যোগ্য মনে করেই নির্বাচনে অংশ গ্রহন করতে বিভিন্ন মতামত প্রদান করছে।রাজনৈতিক মিছিল মিটিং সভা সমাবেশে নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ডাকে যে কোন সময়ে নেতা কর্মীদের নিয়ে উপস্থিত থাকি।রাজনৈতিক মাঠও আমার খুব ভালো ,সকল দলীয় প্রোগ্রামে আমি আছি। আমি কাউন্সিলর পদপ্রার্থী হয়ে নির্বাচনী সালাম ও দোয়া কামনা করেন ।আমি এলাকার মানুষ আমাকে সেবা করার দায়িত্ব দিতে চাই। আমি জনগনের দোয়া ও ভালোবাসা নিয়ে নাসিক ৩ নং ওয়ার্ডে কে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত একটি ওয়ার্ড গড়ে তুলতে চাই। তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩ নং ওয়ার্ডের অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করতে পারি সে লক্ষে নির্বাচনে অংশগ্রহন করে জনগনের সেবা দিতে চাই।জনগন এখন পরিবর্তন চায়।আমার এলাকাকে আধুনিক ও মডেল ওয়ার্ডে রুপান্তর করাই আমার একমাত্র লক্ষ্য। পরিবর্তনের অঙ্গীকার নিয়ে এলাকায় নির্বাচনে অংশ গ্রহণ করছি।সকলে আমার জন্য দোয়া ও সমথর্ন কামনা করছি।
নাসিক ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ তোফায়েল হোসেন নির্বাচনী সালাম প্রদান করেন।এলাকায় নির্বাচনী ব্যানার পোষ্টার দিয়ে এলাকায় প্রচার করছেন। এলাকায় মতবিনিময় করতে দেখা যাচ্ছে। যুবলীগ নেতা ৩ নং ওয়ার্ডের যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ তোফায়েল হোসেন সানারপাড় ধলেশ্বর জামে মসজিদের সহ-সভাপিত , পদ্মকুড়ি মডেল হাই স্কুলের পরিচালক, সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানিজং কমিটির সভাপতি দায়িত্ব পালন করেছেন এবং রওশন আরা কলেজের সহ- সভাপতি, সানারপাড় বর্নালী সংসদের সভাপতি দায়িত্ব পালন করছেন। আসন্ন সিটি করপোরেশনের নির্বাচনকে সামনে রেখে যুবলীগ নেতা তোফায়েল হোসেন বিভিন্ন এলাকায় উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ।যুবলীগ নেতা মোঃ তোফায়েল হোসেন ওয়ার্ডবাসী সকলের কাছে নির্বাচনী দোয়া ও সালাম জানান। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হবার ঘোষনা দিয়ে সালাম প্রদান করেন। তিনি বঙ্গবন্ধু ফেলোশিপ প্রাপ্ত গবেষক , ড. ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউট, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ’মানবাধিকার শিক্ষা’ বিষয়ে পিএইচডি অধ্যয়ণরত। এক্স-নটরডেমিয়ান খসরু ইংরেজি সাহিত্যে অনার্স-মাস্টার্স সহ ঢাকা বিশ্ববিদ্যালয় হতে জাপানিজ স্টাডিজ বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।বর্তমানে মাদরাসা ইংরেজি শিক্ষক দায়িত্ব পালন করেন। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) হতে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপে¬ামা কোর্স সম্পন্ন করে তিনি ২০১৮ সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি), মিরপুর ক্যান্টনমেন্ট হতে ’শিক্ষা ও স্থানীয় সরকার’ বিষয়ে এমফিল ডিগ্রি অর্জন করেন। দেশে-বিদেশে বিভিন্ন জার্নাালে এ পর্যন্ত তাঁর ১২টি গবেষনা নিবন্ধসহ বিভিন্ন বাংলা ও ইংরেজি সংবাদপত্রে নানা প্রকাশনা ও লেখালেখি রয়েছে। তিনি এ্যামেনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন জাতীয় ও আর্ন্তজাতিক সরকারি-বেসরকারি সংস্থা হতে মানবাধিকার ও শিক্ষাসহ বহুবিধ বিষয়ে প্রশিক্ষণ লাভ করেন। তিনি নির্বাচন ঈশতেহারে স্থানীয় বিরোধ নিষ্পত্তি কাউন্সিল গঠন, পঞ্চায়েত ব্যবস্থার আলোকে মসজিদ কমিটিগুলোর ক্ষমতায়ণ এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুসারে তিন নম্বর ওয়ার্ডকে গড়ে তোলার প্রত্যয় ঘোষনা করেন। তিনি সকলের দোয়া, সমর্থন ও ভোট প্রত্যাশী।
এদিকে সাংবাদিক নুরুল আজিজ চৌধুরী নাসিক ৩ নং ওয়ার্ডে নির্বাচনী সালাম প্রদান ও প্রচার প্রচারণা করছেন।তিনি ১৯৮৭ সালে সাপ্তাহিত মূওরি বানী পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন।১৯৯০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ঐক্য ফোরাম, এরশাদ সরকারের সৈরাচার আন্দোলনের ও গণঅভ্যুথানের একজন সৈনিক। ৯০ সালে দৈনিক রুপালী দৈনিক বাংলার বানী ,ইনকিলাব,ভোরের কাগজ , আমাদের সময় , আমাদের অর্থনীতি স্টাফ রির্পোটার দায়িত্ব কর্মতর ছিলেন । তিনি সাংবাদিকতার পাশাপাশি ব্যবসায়িক কাজে ও নিয়োজিত আছেন । তিনি এখন পরিবর্তনের অঙ্গিকার নিয়ে এলাকার জনসেবা করার লক্ষ্যে নির্বাচনী সালাম ও দোয়া প্রার্থনা করেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন