জামান ভূঁইয়া
বাড়ছে মসজিদ মুসল্লী নাই
হবে কিযে পরে ,
সুন্দর করে সাজিয়ে মসজিদ
ফেন লাইটে ভরে ।
একটি গায়ে চারটি মসজিদ
পুরুষ তিন শত ,
নামাজ পড়ে সবাই মিলে
বৃদ্ধ আছেন যত ।
আজান হলে মুসল্লী কয়জন
যায় মসজিদ ঘরে ,
ফেন ছেড়ে বসে থাকেন
আরাম করতে পরে ।
পাঁচজন সাতজন মুসল্লী মিলে
নামাজ আদায় করে ,
এমন সুন্দর মসজিদ খানা
লজ্জায় তখন মরে ।
মুসল্লী নাই বাড়ছে চেয়ার
করছে আরাম বসে ,
ফ্যানের হাওয়ায় চোখ বুঝে
ঘরের হিসাব কষে ।
মসজিদে বসে করে গল্প
করে বেচাকেনা ,
সংসারেতে আছে কত
কার পাওনা দেনা ।
মসজিদ হলো আল্লাহর ঘর
পবিত্র থাকতে হবে ,
আজান হবে সময় মতো
মুসল্লী তাতে রবে ।
মুসল্লী ছাড়া মসজিদ করে
লাভ হবে না কিছু ,
শয়তান সদা লেগে থাকে
আল্লাহর বান্দার পিছু ।
পবিত্র এই মসজিদ হলো
আল্লাহতাআলার ঘর ,
তাইতো সবাই জলদি করে
মুসল্লী দিয়ে ভর ।
১১ জুন ২০২৪ খৃষ্টাব্দ