বৃহস্পতিবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনামঃস্বরলিপি পাবলিকেশন থেকে প্রকাশিত কবি এস টি আব্দুল্লাহ আল মামুনের একক কাব্যগ্রন্থ “আর্তনাদ “

রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫ | ১০:৩৫ অপরাহ্ণ

শিরোনামঃস্বরলিপি পাবলিকেশন থেকে প্রকাশিত কবি এস টি আব্দুল্লাহ আল মামুনের একক কাব্যগ্রন্থ “আর্তনাদ “

শিরোনামঃস্বরলিপি পাবলিকেশন থেকে প্রকাশিত কবি এস টি আব্দুল্লাহ আল মামুনের একক কাব্যগ্রন্থ “আর্তনাদ “

বইমেলা-২০২৫ উপলক্ষে এস টি আব্দুল্লাহ আল মামুন রচিত “ আর্তনাদ “কাব্যগ্রন্থটি পাওয়া যাবে স্বরলিপি পাবলিকেশন এর স্টলে , স্টল নাম্বার ১৪৯ ,সোহরাওয়ার্দী উদ্যান।

স্বরলিপি পাবলিকেশন থেকে প্রকাশিত বিশিষ্ট সাংবাদিক, লেখক, কলামিস্ট, শিক্ষক ও কবি এস টি আব্দুল্লাহ আল মামুনের একক কাব্যগ্রন্থ “আর্তনাদ “। হাজার মানুষের কষ্ট আর হৃদয়ের ভিতরের হাহাকারকে শব্দের হরফে খোদাই করা আছে এই আর্তনাদ কাব্যগ্রন্থে।

অনেকেই নিজের মনের কষ্টকে অন‍্যের নিকট প্রকাশ করতে সংকোচ বোধ করে । তাদের কষ্ট বেড়ে যায়, বেড়ে যায় মনের উপর একধরণের চাপ যা ক্রমেই তাদের মানসিক সংকটে ফেলে দেয়।

এই আর্তনাদ কাব‍্যগ্রন্থ পড়লে তাদের মনের কষ্ট অনেকটাই হালকা হয়ে যাবে , খুজে পাবে মানসিক প্রশান্তি । কাব‍্যর প্রতিটি শব্দ পাঠকের সাথে কথা বলবে।

এই বিশিষ্ট লেখক , সাহিত্যিক, শিক্ষক ও কলামিস্টের রয়েছে মোট ২৬ টি যৌথ কাব্যগ্রন্থ।

আর্তনাদ কাব্যগ্রন্থের পরিবেশকঃ বিশ্ব সাহিত্য ভবন মেলা প্রকাশনী
অনলাইন পরিবেশকঃ www.rokomari.com

Visit:https://www.rokomari.com/book/450380/artonad?




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন