সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজ সোমবার | ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
Home » Slider »

সিদ্ধিরগঞ্জে হিমেল বাহিনীর সন্ত্রাসী তান্ডব, বিকাশের দোকানে হামলা ভাংচুর ২০হাজার টাকা লুট থানায় অভিযোগ

সোমবার, ৩১ মে ২০২১ | ৪:১৪ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জে হিমেল বাহিনীর সন্ত্রাসী তান্ডব, বিকাশের দোকানে হামলা ভাংচুর ২০হাজার টাকা লুট থানায় অভিযোগ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃসিদ্ধিরগঞ্জে হিমেল বাহিনীর সন্ত্রাসী কর্মকান্ড এলাকায় মারধর, ভাঙচুরসহ নানা অপকর্ম করে যাচ্ছে।সিদ্ধিরগঞ্জ নাসিক ৫ নং ওয়ার্ডের সরদারপাড়া মাজার রোড ফরহাদের দোকানে আতঙ্কিত হামলা করে হিমেল বাহিনী। গতকাল ৩০ মে রাত রাত ৮ টার সময় দোকানে হামলা ভাংচুর করে বিশ হাজার টাকা লুটের ঘটনা ঘটে, এ ঘটনায় ভুক্তভোগী থানায় অভিযোগ করা হয়। অভিযোগকারীরা হলেন হিমেল খুশী তুশী ও যুবরাজ হামলা চালিয়ে মারধোর করে বিশ হাজার টাকা লুট করে নিয়ে যায়।ফরহাদের উপর আতঙ্কিত হামলায় গুরুতর আহত হয়। প্রাথমিক চিকিৎসা নিয়ে ফরহাদ বাদী হয়ে হিমেল বাহিনীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।এই ঘটনায় থানায় অভিযোগ করলে সরেজমিনে সিদ্ধিরগঞ্জ থানার এ এস আই তারেক হোসেন ঘটনা স্থল পরিদর্শন করেন।তারেক হোসেন জানান তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত গত ২৪মে সোমবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের হরান পুকুর পারের হাজী দেলোয়ারের বাড়িতে হামলা চালায় হিমেল বাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানায় ২০/২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র লাঠি, দা,হকি স্টীক ইত্যাদি নিয়ে হিমেলের নেতৃত্বে হামলা চালায় দেলোয়ারের বাড়িতে। এসময় তারা ভাংচুরসহ মারধর করে দেলোয়ারের পরিবারের সদস্যদের। এ ঘটনায় পুলিশ আসলেও এক নেতা বিচার করে দেয়ার কথা বললে হিমেলকে আটক না করেই চলে যায়। এ ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানায় তাদের শেল্টারেই হিমেল ও তার বাহিনী এলাকায় নানা অপকর্ম করে থাকে। এলাকাবাসী আরও জানায়, এলাকায় জাফরের দোকানেও হামলা ভাংচুর করেছে হিমেল বাহিনী। এর আগে সিদ্ধিরগঞ্জ রেবতীমোহন পাইলট স্কুলের এক শিক্ষককে মারধর করেছে হিমেল। এছাড়াও হিমেল ও তার বাহিনী রিক্সাওয়ালাদেরও মারধর করে। রিক্সায় বাজারে এসে ভাড়া না দিয়ে উল্টো রিক্সা চালককে মারধরের ঘটনা রয়েছে একাধিক। এধরনের ঘটনায় দীর্ঘদিন ধরেই করে আসছে হিমেল ও তার বাহিনী। এলাকার কেউ হিমেল ও তার বাহিনীর বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছে না। এভাবে চলতে থাকলে এলাকায় আরও বড় ধরনের সন্ত্রাসী কর্মকান্ড ঘটার আশংকা করছে বলে জানায় এলাকাবাসী। এলাকাবাসী আরও জানায়, ওমরপুর কলাবাগ সাইলো রোড এলাকায় ইতিপূর্বে এ ধরনের সন্ত্রাসী কর্মকান্ড কেউ করেনি। হিমেলই প্রথম এসব করে এলাকার শান্তি নষ্ট করছে। পুলিশ প্রশাসনের প্রতি হিমেলকে আটক করে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি এলাকাবাসীর।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন