শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সোনারগাঁয় চাঁদা না দেয়ায় বাড়িঘরে হামলা লুটপাট, আটক ২ আহত ১

মঙ্গলবার, ১৭ মে ২০২২ | ৬:৪৮ অপরাহ্ণ

সোনারগাঁয়  চাঁদা না দেয়ায় বাড়িঘরে হামলা লুটপাট, আটক ২ আহত ১

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
সোনারগাঁয়ে চিহ্নিত সন্ত্রাসী সানি ও স্নিগ্ধ ৩ নং ওয়ার্ড বাড়ি মজলীশ গ্রামে গিয়াস উদ্দিনের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া যায়।

মঙ্গলবার ১৭ মে আনুমানিক দুপর দুইটার সময় এ ন্যাক্কার জনক ঘটনা ঘটায়।
এসময় সানি ও স্নিগ্ধ তার সন্ত্রাসী বাহিনী আনুমানিক ৪০ থেকে ৫০ জন সন্ত্রাস নিয়ে চাঁদা আদায়ের উদ্দেশ্যে গিয়াস উদ্দিনের বাড়িতে দিনে দুপুরে অতর্কিত হামলা, লুটপাট, চাঁদাবাজির ঘটনা ঘটায়।

এ হামলায় গিয়াস উদ্দিনের ছেলে অনিক ও তার পরিবারের অনেক সদস্য আহত হয়, তার মধ্যে একজনকে দেশীয় অস্ত্রশস্ত্র ও রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।

সন্ত্রাসী বাহিনী ও ডাকাতদল পূর্ব পরিকল্পিতভাবে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটায় ,পরে স্থানীয় লোকজন জড়ো হলে পালানোর সময় দুজনকে আটক করে সোনারগাঁ থানা পুলিশের হাতে সোপর্দ করে।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে, বাকিরা পলাতক, আসামি ধরার অভিযান চলছে, মামলার প্রস্তুতি ও চলছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন