জামান ভূঁইয়া
০১৯১৩২৯৪৩৫৭
০১৭৯৯০৫৯০২০
মাদক নামের অভিশাপ
দেশে ভরপুর ,
কেমন করে দেশ থেকে
করবে মাদক দূর ?
কেউ করে ধূম পান
কেউ মদ খায় ,
কেউ নাকি খায় বাবা
খেয়ে মজা পায় ।
কলকির ভিতর আগুন দিয়ে
মারে টান সুখে ,
গাঁজা নাকি সিদ্ধি খায়
ধূঁয়া নাকে মুখে ।
কত নামে আছে মাদক
বলবো কত আর ,
নাম যত থাকুক ভাই
সামনে অন্ধকার ।
কত পরিবার হলো ধ্বংস
মাদকের কারনে ,
মা’ বাবার যায় ইজ্জৎ
মাদকের সেবনে ।
ছেলে মেয়ে করে সেবন
ইয়াবা আর গাঁজা ,
ফেনসিডিল করে পান
হয়ে যায় রাজা ।
যুব সমাজ হয় ধ্বংস
মাদক সেবন করে ,
দেশ জাতি হবে ধ্বংস
বুঝবে সবাই পরে ।
মাদক নামের অভিশাপ
থাকবে যত দিন ,
দেশ থাকবে অন্ধকারে
সবাই জেনে নিন ।
৩০ – ১০ – ২০১৯ খৃষ্টাব্দ