জামান ভূঁইয়া
এ দেশের কাদা মাটির গন্ধ
আমার খুবই প্রিয় —
লাঙ্গলের ফলা মাটি চিড়ে
ফলায় যে সোনার ফসল
তার সুবাসে —
মাতাল করে হৃদয় আমার ,
বসন্তের অলস দুপুরে
কোকিলের মিস্টি গান আর
রাখালের বাঁশির সুর
পাগল করে মন আমার ,
গাঁয়ে পথের ধারে
অজানা অচেনা ফুলের গন্ধ
মন প্রান আরো উতাল করে দেয়
আষাঢ়ে বৃষ্টির টুপটাপ আওয়াজ
মাঝির ভাটিয়ালি গান
মন ভরে অবিরত ,
গাঁয়ের আঁকা বাঁকা মেঠো পথ
রাতের আঁধারে ঝিঝি পোকার আনাগোনা
চাঁদনি রাতের মিস্টি জোৎস্না
আঁধার কেটে পূব আকাশে
সূর্য্যের রক্তিম দীপ্ত ছড়ানো,
শীতের ভোরে শিশির ভেজা ঘাস
পাহাড়ের ঝর্নাধারা
সাগরের বুকে নদীর আত্মসমর্পণ
এ যে আমার স্বপ্নে পাওয়া
কবিতার পংক্তিমালা
এ যেন স্বপ্নময় আবেশ ।