শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শনিবার | ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে শ্রী জয়পতাকা স্বামী গুরু মহারাজ্যের জন্মদিনে বৃক্ষরোপন

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ১১:৫৪ অপরাহ্ণ

রূপগঞ্জে শ্রী জয়পতাকা স্বামী গুরু  মহারাজ্যের জন্মদিনে বৃক্ষরোপন

সোহেল কবির, স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভিংরাবো আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃতসংঘের উদ্যোগে হিন্দু ধর্মাবলম্বীদের প্রভু শ্রী জয়পাতাকা স্বামী গুরু মহারাজ্যের ৭৫তম জন্মদিন উপলক্ষে ব্যাস পূজা ও বৃক্ষরোপন করা হয়েছে। মন্দির এলাকায় ঔষধি, ফলদ ও বনজ পাঁচ শতাধিক বৃক্ষরোপন করা হয়।
ভিংরাবো শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির মাঠে আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দিরের অধ্যক্ষ শ্রীপাদ শুভাআত্না গোবিন্দ দাস ব্রক্ষ্মচারী।

সভায় বক্তব্য রাখেন মন্দিরের ব্রক্ষ্মচারী শ্রীপাদ পতিত উদ্বারণ দাস, শ্রী মানিক দেবনাথ, শ্রীবাস রায় (অপু), শ্রীমান মাধব মনোহর দাস, শ্রীমান পবিত্র গোপাল দাস, শ্রী নারায়ণ দাস, শ্রী দিগেন বিশ্বাস প্রমুখ।পরে বৃক্ষরোপন ও প্রসাদ বিতরণের মধ্যে কর্মসূচির সমাপ্তি ঘটে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন