রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ রবিবার | ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সারাদেশে তীব্রদাহ থেকে রক্ষায় বৃষ্টি কামনায় রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল ঈদগাঁ ময়দানে ইস্তিসতিকার নামাজ আদায় হাজারো মুসল্লী।

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ৪:২৩ অপরাহ্ণ

সারাদেশে তীব্রদাহ থেকে রক্ষায় বৃষ্টি কামনায় রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল ঈদগাঁ ময়দানে ইস্তিসতিকার নামাজ আদায় হাজারো মুসল্লী।

শরীফ আহমেদ প্রতিবেদনঃ

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে ডিএসসিসি ৬৫নং ওয়ার্ডে মাতুয়াইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে খোলা আকাশের নিচে এ ইস্তিসতিকার নামাজ আদায় করা হয়। এতে হাজারো মুসল্লী অংশ নেয়।

নামাজ ও মোনাজাত পরিচালনা করেন মাতুয়াইল কবরস্থান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আল্লামা মুফতি নাহিদুর রহমান মৃর্ধা।

এ ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন মসজিদের আলেম, ওলামা এবং স্থানীয় কাউন্সিলর, আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগসহ বিভিন্ন রাজনীতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

এ সময় ধর্মপ্রাণ হাজারো মুসল্লি ইস্তিসতিকার নামাজ আদায় শেষে মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে চোখের পানি ফেলে বৃষ্টির কামনায় ফরিয়াদ করেন।

এর আগে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্য সংক্ষিপ্ত বক্তব্য দেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল।

তিনি বলেন, ‘আজকে মহান আল্লাহ রাব্বুল আল আমিনের দরবারে আমাদের একমাত্র আর্জি তিনি যেন আমাদের নিয়ত কবুল ও মঞ্জুর করেন এবং দ্রুত বৃষ্টি দিয়ে তাপদাহ থেকে আমাদের মুক্তি দেন। আমিন।

এ সময় সকলের উদ্দেশ্য তিনি বলেন, ‘আসুন সকল হিংসা বিদ্বেস ভুলে আমরা এক কাতারে শামিল হই। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি। আমাদের আমল ছাড়া পরকালে কিছুই নিয়ে যেতে পারবো না। তাই আল্লাহ ও নবী রাসুলের পথ অবলম্বনের বিকল্প নেই। কেননা কেয়ামতের আলামত দৃশ্যমান হতে শুরু করেছে। পরকালে বেহেশতে যেতে নামাজ-রোজা এবং আল্লাহ ও নবী রাসুলের পথে চলার বিকল্প নেই।

এই ইস্তেতিকার নামাজে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৬১, ৬২, ৬৩, ৬৪, ৬৫ ও ৬৬নং ওয়ার্ডের বাসিন্দা ছাড়াও ঢাকা-৫ নির্বাচনি এলাকার কয়েক হাজার মানুষ অংশ নেন।

এতে উপস্থিত ছিলেন ৬৪নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মাসুদুর রহমান মোল্লা বাবুল, ডেমরা থানা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম আলো, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের নেতা জামাল উদ্দিন পাটোয়ারী, মাতুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শান্তনুর খান শান্ত, পাড়াডগাইর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গর্ভনিংবডির সভাপতি মো. শফিকুল ইসলাম, ৬৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. সোহেল খান, ৬৫নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী এনামুল ইসলাম এনাম, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক হাছান মাহমুদ অপু প্রমূখ সহ স্হানীয় নেতাকর্মীরা গন্যমান্য ব্যাক্তিবর্গ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন