সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ সোমবার | ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
Home » Slider »

র‌্যাব-১১ এর অভিযানে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন কাঁচপুরে ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

শুক্রবার, ১৬ জুলাই ২০২১ | ৭:৫৪ অপরাহ্ণ

র‌্যাব-১১ এর অভিযানে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন কাঁচপুরে ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রেসরিলিজ: গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি বিশেষ আভিযানিক দল ১৬ জুলাই ২০২১ ইং তারিখ দুপুরে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন কাঁচপুর এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৫ গ্রাম হেরোইন ও ১০৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। উক্ত অভিযানে গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে মাদক বিক্রয়ের নগদ ১ লাখ ৮৬ হাজার ৬ শত ১০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো ১। মোঃ সাইফুল ইসলাম (২৬) ও ২। মোঃ নাসির (৩৫)।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী মোঃ সাইফুল ইসলাম ও মোঃ নাসির নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন নগর কাঁচপুর এলাকার হাজী মোঃ পিয়ার আলাীর ছেলে। তারা সম্পর্কে সহোদর ভাই। গ্রেফতারকৃত আসামীরা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ আইন শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইন ও ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন