সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ সোমবার | ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে ৬২৪ বস্তা ভারতীয় চিনি জব্দ

শনিবার, ০৪ মে ২০২৪ | ১১:০০ অপরাহ্ণ

রূপগঞ্জে ৬২৪ বস্তা ভারতীয় চিনি জব্দ

সোহেল কবির স্টাফ রিপোর্টার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নয়ানগর এলাকায় দেওয়ান এন্টারপ্রাইজের গোডাউনে অভিযান চালিয়ে ৬২৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে।

শনিবার (৪ মে) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ রবিন মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে এসব চিনি জব্দ করেন। জব্দকৃত চিনির আনুমানিক বাজার মূল্য ৩৯ লাখ টাকা।

অভিযানকালে র‌্যাব-১১ এর উপাধিনায়ক মেজর অনাবিল ইমাম এবং জেলা কৃষি বিপণন কর্মকর্তা আতিকুল ইসলাম সার্বিক সহযোগিতা করেন।

এ বিষয়ে মোহাম্মদ রবিন মিয়া আমার নারায়ণগঞ্জকে বলেন, অভিযুক্ত দেওয়ান এন্টারপ্রাইজের মালিককে কৃষি বিপণন আইনে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে জব্দকৃত মালামাল নিলামের জন্য স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের নিকটে জিম্মা দেওয়া হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন