সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ সোমবার | ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
Home » Slider »

সোনারগাঁ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক রোড নাঙ্গলবন ব্রিজ ব্যবহারের অনুপযোগী

মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১ | ১২:২৯ অপরাহ্ণ

সোনারগাঁ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক রোড নাঙ্গলবন ব্রিজ ব্যবহারের অনুপযোগী

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ ,সোনারগাঁ আওতাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাও লাঙ্গলবন্দ ব্রীজের ঢাকামূখী লেনের টিনের পাত ক্ষতিগ্রস্ত হওয়ায় সড়ক ও জনপথ বিভাগ উক্ত পাতটি তুলে ঢালাই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সেজন্য আজ ১২ জুলাই (সোমবার)সকাল থেকে ব্রিজ টি ব্যবহারের অনুপযোগী হিসেবে কাজ করছে সোনারগাঁ হাইওয়ে থানা।
ব্রিজ মেরামতের কাজ চলায় বিকল্প রাস্তা হিসেবে ঢাকাগামী ও চট্টগ্রামগামী যেভাবে গন্তব্যে পৌঁছাবে ,১২ ই জুলাই (মঙ্গলবার ) সকাল ০৮ঃ০০ টা হতে রাত ০৮ঃ০০ টা পর্যন্ত উক্ত ব্রীজে ঢাকামূখী লেন বন্ধ রেখে চট্টগ্রামমূখী লেনে দিয়ে গাড়ি চলবে।

১২ ই জুলাই রাত ০৮ঃ০০ টা হতে ১৪ ই জুলাই দুপুর ১২ঃ০০ টা পর্যন্ত উক্ত ব্রীজের উভয় লেন বন্ধ থাকবে। উক্ত সময়ে মহাসড়কে চলাচল কারী হালকা যানসমূহ লাঙ্গলবন্দ-লাঙ্গলবন্দ বাজার-মিনারবাড়ি বাজার-মোগড়াপাড়া রুটে যাতায়াত করবে।

ভাড়ী গাড়িগুলো কুমিল্লা ক্যান্টনমেন্ট-ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা/সিলেট মহাসড়ক-কাচপুর রুটে যাতায়াত করবে।

১৪ ই জুলাই দুপুর ১২ঃ০০ টা হতে মহাসড়কে নিয়মিত রুটে যান চলবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন