রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ রবিবার | ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
Home » Slider »

আড়াইহাজারে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও করে রেখেছে- সিটিটিসি

মোঃ জিয়াউর রহমান:

রবিবার, ১১ জুলাই ২০২১ | ৫:৫৪ অপরাহ্ণ

আড়াইহাজারে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও করে রেখেছে- সিটিটিসি

মোঃ জিয়াউর রহমান:আড়াইহাজারের নোয়াগাঁও এলাকার একটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রেখেছে ঢাকার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট- সিটিটিসি।

রোববার (১১ জুলাই) রাতে নোয়াগাঁও এলাকার মিয়া বাড়ির ওই বাড়িটিরে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা হয়। আস্তানায় বোমা রয়েছে বলে ধারণা করছেন সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ঢাকা থেকে আব্দুল্লাহ আল মামুন নামে এক জঙ্গিকে আটক করে সিটিটিসি। সিটিটিসি ইউনিটের বোম্ব ডিসপোজাল ইউনিটের উপপুলিশ কমিশনার রহমত উল্লাহ চৌধুরী সুমন বলেন, মামুন নব্য জেএমবি’র সক্রিয় একজন গুরুত্বপূর্ণ সদস্য। তার দেওয়া তথ্যমতেই মিয়া বাড়ির এই ভবনে অভিযানটি চলছে।

মামুন নোয়াগাঁও এলাকার একটি মসজিদের ইমাম বলে জানা যায়। ইমামতির আড়ালে সে বোমা তৈরির একটি কারখানা গড়ে তোলার বিষয়টি ও উল্লেখ করেন ঐ কর্মকর্তা। তার তৈরি বোমা ১৯ মে সিদ্ধিরগঞ্জের একটি পুলিশ বক্সে বিস্ফোরণ ঘটানো হয় বলে ধারণা সিটিটিসির সদস্যদের।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন