বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ বুধবার | ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ক্ষমতায় আসার আর থাকার যুদ্ধে দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে : নতুনধারা

সোমবার, ০৮ জানুয়ারি ২০২৪ | ৩:৫০ অপরাহ্ণ

ক্ষমতায় আসার আর থাকার যুদ্ধে দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে : নতুনধারা

একের পর এক অগ্নিসংযোগের ধারাবাহিকতায় সর্বশেষ বেনাপোল এক্সপ্রেসে অগ্নিসংযোগে নিহতদের প্রতি শোক সন্তপ্ত পরিবরের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছে নতুনধারা বাংলাদেশ এনডিবি।

৬ জানুয়ারি বিকেলে নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা এক শোক বিবৃতিতে আরো বলেন, ক্ষমতায় আসবার আর থাকবার যুদ্ধে দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে-জনগণ নির্মমতার শিকার হচ্ছে। বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, অগ্নিসংযোগকারীদের রুখতে ব্যর্থ সরকারের প্রতি আমাদের আহবান- নির্বাচন করুন, ক্ষমতায় আসুন, কিন্তু জনগণকে নিয়ে খেলবেন না।

তাহলে কিন্তু তার ফলাফল ভালো হবে না। একই সাথে তথাকথিত যুগপৎ অন্দোলনকারীরাও সাবধান হয়ে যান, জনগণের পাশে দাঁড়ান, তা না হলে নির্মমতার আগুনে আপনাদেরকেও পুড়তে হবে। জনদাবিতে রাজপথে থাকুন- জনগণের কথা ভাবুন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন