বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সম্পূর্ণ অরাজনৈতিক মুলুক সেবা ধর্মী সংগঠন প্রত্যাশা ফাউন্ডেশন নরসিংদীর শুভযাত্রা শুরু হলো।

মঙ্গলবার, ০২ জানুয়ারি ২০২৪ | ৪:৪৮ অপরাহ্ণ

সম্পূর্ণ অরাজনৈতিক মুলুক সেবা ধর্মী সংগঠন প্রত্যাশা ফাউন্ডেশন নরসিংদীর শুভযাত্রা শুরু হলো।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে জনসেবায় নিজেদের নিয়োজিত করলেন প্রত্যাশা ফাউন্ডেশন। আপনার এলাকায় সুবিধা বঞ্চিত এবং দুস্থ ব্যক্তি বা পরিবারের সেবা পাওয়ার জন্য এই – ০১৯১৪৫৪৩৪৩৭ নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
সমাজের সুবিধাবঞ্চিত দুস্থ ও হকদার ব্যক্তিদের মধ্যে শীতকালিন কম্বল বিতরণের ১ম পর্যায়ে ১-১- ২০২৪-এ পুলিশ পরিদর্শক সৈয়দ মোহাম্মদ কাসিফ সানোয়ারের নেতৃত্বে,শিবপুর থানার ধানুয়া এলাকায়৷ প্রত্যাশা ফাউন্ডেশনের সদস্য এবং এলাকার মুরুব্বিয়ানদের নিয়ে সুবিধা বঞ্চিতদের মাঝে শীতের কম্বল গুলো বিতরণ করেছেন । এদের মাঝে একজন ১২ বছর বয়সী কুরআনের হাফেজ ও ছিলেন যিনি কম্বল পেয়ে খুশি হয়ে প্রত্যাশা ফাউন্ডেশনের সদস্যদের দোয়া করেছেন। এই উসিলায় আল্লাহ পাক আমাদের কবর বাসী পিতা-মাতাদের মাফ করে দিন। আমিন।
আলহামদুলিল্লাহ, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে ১- জানুয়ারি ২০২৪ হতে সম্পূর্ণ অরাজনৈতিক এবং সেবা ধর্মী সংগঠন প্রত্যাশা ফাউন্ডেশন, নরসিংদীতে আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করছে। কিছু নিবেদিত প্রাণ যুবকদের নিয়ে এই সংগঠনটি সৃষ্টি হয়েছে যারা সম্পূর্ণ লোক চক্ষুর অন্তরালে থেকে প্রচারহীন ভাবে আল্লাহ পাকের সৃষ্টির কল্যাণে নিজেকে নিয়োজিত করেছেন। সদস্যরা নিজেদের মধ্য থেকে সংগৃহীত অর্থের মাধ্যমে সকল কার্যক্রম পরিচালনা করবেন।ফাউন্ডেশনের লক্ষ্য সমূহ নিম্নরূপ………..
১। বিনা মূল্যে রক্তদান।
২। সুবিধা বঞ্চিত লোকজনদের মাঝে বস্ত্র, শীত বস্ত্র ও কম্বল বিতরন।
৩। সুবিধা বঞ্চিত লোকজনদের মাঝে খাদ্য বিতরন।
৪। সুবিধা বঞ্চিত লোকজনদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প।
৫। গরিব, দুস্থ ও অসহায়দের মাঝে টিউবওয়েল বিতরন।
৬। গরিব, দুস্থ ও অসহায় ব্যক্তিদের চিকিৎসা সহায়তা প্রদান সহ
৭। গরিব, দুস্থ ও অসহায় পরিবারের কন্যাদের বিবাহের খরচ প্রদান।
৮। প্রত্যন্ত অঞ্চলের মসজিদে মূর্দা গোসলের খাটিয়া ও লাশ বহনের খাটিয়া প্রদান।
৯। গরিব, দুস্থ ও অসহায় মৃত ব্যক্তিদের দাফনের খরচ প্রদান।
১০। গরিব, দুস্থ ও অসহায় শিক্ষার্থীদের পড়াশোনার খরচ প্রদান।
১১। দূর্যোগকালে ত্রান বিতরন।
১২। বয়স্কদের মাঝে আরবি ও বাংলা শিক্ষা প্রদানের ব্যবস্থা।
১৩। বৃক্ষ রোপন।
১৪। অসহায় ও ছিন্নমূল জীব-জন্তুদের মাঝে খাদ্য বিতরন।
১৫। অসহায় ও ছিন্নমূল জীব-জন্তুদের চিকিৎসা প্রদান।

সবাই এই নিরলস পরোপকারী যুবকদের জন্য দোয়া করবেন। কোন দুস্থ লোকের জন্য সহায়তা, রক্তদান, অন্যান্য সেবাধর্মী সেবা গ্রহণের জন্য ০১৯১৪৫৪৩৪৩৭ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
সদস্যদের নাম – পুলিশ পরিদর্শক সৈয়দ মোহাম্মদ কাসিফ সানোয়ারের নেতৃত্বে, হানিফ খান, আতিক সিকদার সবুজ, জুনায়েদ, রাজু, মাওলানা জিয়া সহ বেশ কয় জন ব্যবসায়ী ও চাকরিজীবী আছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন