সোমবার, ১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
আজ সোমবার | ১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আসলেই প্রকৃতো নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান …

বুধবার, ০৫ আগস্ট ২০২০ | ৪:০৭ অপরাহ্ণ

আসলেই প্রকৃতো নেতা ছিলেন  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান …

আসলেই প্রকৃতো নেতা ছিলেন। স্বাধীনতার ঘোষক বাংলার মহাবীর মহানায়ক। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।উনার আদর্শের রাজনীতি বাংলাদেশে আজ,একদমি নেই বললেই চলে।জিবদ্বশায় নিজের ভালো থাকার কথা জীবনেউ ভাবেননি।একসাথে ভাত খাওয়ার জন্যে তারি কর্মচারীকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছেন।বলছে আয় ভাত খাবি। পুঁটি মাছ রান্না করেছে।কামালের মা মানে,আমাদের বাংলার গর্বিতো বীর নেতা শেখ মুজিবুর রহমানের ছেলে।

আজ রাজনৈতিক অধিকাংশই নেতারাই এই মহানায়কের সব আদর্শ ভুলে গিয়ে।শুধুই ভোগের রাজনীতি করছে।আসলেই জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতোন নেতা‌।যখন তখন পয়দা হয়না,আর হওয়া এতো সহজ নয়।

উনিতো কখোনোই ভোগের রাজনীতি করেন নাই।উনি সব সময়ের জন্যে, দেশ এবং দেশের মানুষকে অনেক অনেক ভালোবাসতেন।দেশ এবং দেশের মানুষের জন্যে সত্য কথা বলতে গিয়ে।জীবনের বেশীর ভাগই সময়ি তিনি জেল অত্যাচার আর নিপীড়নের স্বীকার হয়েছেন তিনি।রাজনীতি সবার জন্যে না।ন্যায় নীতি উদার মন মানসিকতা থাকতে হবে।জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতোন।বঙ্গ বন্ধুর মতোন আদর্শর রাজনীতি করতে পারলে , তাহলে আজীবন সবার ভালোবাসা পাবেন।আর থাকবেন সবার অন্তরের ভিতরে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন