রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ রবিবার | ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সাপাহারে তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

বুধবার, ২১ ফেব্রুয়ারি ২০২৪ | ১০:৩৭ অপরাহ্ণ

সাপাহারে তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।

বুধবার সকালে উপজেলার তেঘরিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শহীদ মিনারে তেঘরিয়া উচ্চ বিদ্যালয়, তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সেখানেই অমর একুশের গুরুত্ব তুলে ধরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভুট্টু পাহান। আলোচনা সভা শেষে ভাষা শহীদ, দেশ জাতী ও শহীদ পরিবারের মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

এসময় বিদ্যালয়ের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন, সম্পাদক আব্দুল বারিক, স্থানীয় ইউপি সদস্য ফিরোজ কবীর, তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা আক্তার সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন