সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ সোমবার | ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রত্যাশা ফাউন্ডেশনের সদস্যদের ধন্যবাদ

বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৪ | ১০:০১ অপরাহ্ণ

প্রত্যাশা ফাউন্ডেশনের সদস্যদের ধন্যবাদ

প্রত্যাশা ফাউন্ডেশন নরসিংদীর তত্ত্বাবধানে নরসিংদী শহরের দত্তপাড়া নিবাসি মো: সুমন হাসানের আর্থিক সহায়তায় আজ শিবপুর থানার যোশর ইউনিয়নের কুঠির বাজার কেন্দ্রিয় জামে মসজিদে স্টিলের তৈরি মুর্দা বহনের একটি খাটিয়া প্রদান করা হয়। সে সময় মো: সুমন হাসান সহ প্রত্যাশা ফাউন্ডেশনের সদস্য আতিক সিকদার সবুজ এবং মাওলানা হানিফ খান উপস্থিত ছিলেন। তারা কুঠির বাজার কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম মুফতি রায়হান এবং কমিটির সদস্য মো: তাহের খানের নিকট মুর্দা বহনের খাটিয়াটি হস্তান্তর করেন। হস্তান্তর অনুষ্ঠানে এলাকার আরও লোকজন উপস্থিত ছিলেন। উক্ত মসজিদের ইমাম সাহেব, কমিটির সদস্য এবং এলাকাবাসী মসজিদের জন্য মুর্দা বহনের খাটিয়া পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। মসজিদের নিয়মিত মুসুল্লি ও কমিটির সদস্য তাহের খান জানান যে, তাদের মসজিদে ইতিপূর্বে কোন খাটিয়া না থাকায় এলাকায় কেউ মারা গেলে তাদের দূরবর্তী মসজিদ থেকে খাটিয়া বহন করে আনতে হতো। এখন তাদের এই কষ্ট লাঘব হয়েছে। এলাকাবাসী তাদের মসজিদের জন্য খাটিয়া পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং খাটিয়া প্রদানকারী সুমন হাসান সহ প্রত্যাশা ফাউন্ডেশনের সদস্যদের ধন্যবাদ জানিয়ে মহান আল্লাহর দরবারে তাদের কল্যানের জন্য দোয়া করেন। প্রত্যাশা ফাউন্ডেশন সম্পূর্ন অরাজনৈতিক ও সেবাধর্মী একটি প্রতিষ্ঠান এবং এই ফাউন্ডেশনের সদস্যরা আর্তমানবতার সেবায় নিয়োজিত। বিনা মূল্যে রক্তদান, সুবিধা বঞ্চিত লোকজনদের মাঝে বস্ত্র, শীত বস্ত্র ও কম্বল বিতরন, সুবিধা বঞ্চিত লোকজনদের মাঝে খাদ্য বিতরন, সুবিধা বঞ্চিত লোকজনদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প, গরিব, দুস্থ ও অসহায়দের মাঝে টিউবওয়েল বিতরন, গরিব, দুস্থ ও অসহায় ব্যক্তিদের চিকিৎসা সহায়তা প্রদান, গরিব, দুস্থ ও অসহায় পরিবারের কন্যাদের বিবাহের খরচ প্রদান, প্রত্যন্ত অঞ্চলের মসজিদে মূর্দা গোসলের খাটিয়া ও লাশ বহনের খাটিয়া প্রদান, গরিব, দুস্থ ও অসহায় মৃত ব্যক্তিদের দাফনের খরচ প্রদান, গরিব, দুস্থ ও অসহায় শিক্ষার্থীদের পড়াশোনার খরচ প্রদান, দূর্যোগকালে ত্রান বিতরন, বয়স্কদের মাঝে আরবি ও বাংলা শিক্ষা প্রদানের ব্যবস্থা, বৃক্ষ রোপন, অসহায় ও ছিন্নমূল জীব-জন্তুদের মাঝে খাদ্য বিতরন, অসহায় ও ছিন্নমূল জীব-জন্তুদের চিকিৎসা প্রদান সহ বিভিন্ন সেবা মূলক কাজ এই ফাউন্ডেশনের সদস্যরা নিজেদের মধ্যে চাঁদা তুলে সম্পূর্ন নিজস্ব অর্থায়নে পরিচালনা করেন। বর্তমানে নরসিংদীর বিভিন্ন এলাকায় ফাউন্ডেশনের কর্মকান্ড পরিচালিত হলেও ভবিষ্যতে সারা দেশ ব্যাপি প্রত্যাশা ফাউন্ডেশন তাদের সেবা মূলক কর্মকান্ড পরিচালনা করবেন বলে ফাউন্ডেশনের সদস্যরা জানান।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন