জাতীয় সংসদ উপ-নির্বাচন-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে ভোট কারটচুপি, ভোট ডাকাতি ও ভোট কেন্দ্র দখল করার অভিযোগ এনে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাদ মাগরিব নগরীতে বিক্ষোভ মিছিল বের করে কেন্দ্রীয় বাস টারমিনালে গিয়ে শেষ হয়। এ বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সহ-সভাপতি এ্যাড. রফিক আহমেদ, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আব্দুস সবুর খান সেন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, দপ্তর সম্পাদক ইসমাইল মাষ্টার, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আনিছ মোল্লা, সহ-আইন বিষয়ক সম্পাদক এ্যাড. সুমন মিয়া, সহ-ধর্মবিষয়ক সম্পাদক শাহরিয়ার চৌধুরী ইমন, সাইফুল ইসলাম বাবু, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সম্পাদক হোসেন লিয়ন, পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার, মহানগর শ্রমিক দলের যুগ্ম-আহবায়ক মনির মল্লিক, ফজলুল হক, জামাই মনির, সেলিম, মহানগর বিএনপি নেতা আল-আরিফ, মানিক বেপারী, সজল সহ অন্যান্য নেতৃবৃন্দ।