শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
Home » Slider »

ফুটওভার ব্রিজে হাতেনাতে চুরির ছিনতাইকারী আটক

সোমবার, ১৫ নভেম্বর ২০২১ | ১০:০৪ অপরাহ্ণ

ফুটওভার ব্রিজে হাতেনাতে চুরির ছিনতাইকারী আটক

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ, সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তা ফুটওভার ব্রিজে এক মহিলার সাইট ব্যাগ থেকে চেন কেটে মোবাইল চুরির সময় হাতেনাতে আটক করে এক সচেতন পথচারী।ঘটনাস্থল থেকে জানা যায়, সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তা ফুটওভার ব্রিজ অত্যন্ত ঘন চলাচলের কারণে প্রতিদিনই এরকম কোন না কোন ছিনতাই চুরি সহ নানা রকম অপকর্ম ঘটে থাকে।
এমনিভাবে আজ সোমবার ১৫( ই নভেম্বর) বেলা ১২.১৫ মিনিটে এক মহিলা ফুট ওভারব্রিজ দিয়ে চৌরাস্তা পশ্চিম থেকে পূর্ব পাশে পার হওয়ার সময়, টার্গেট করে এক ছিনতাইকারী কিশোর, তার গতিরোধ সন্দেহমূলক মনে হলে, তার গতিরোধ ফলো করে তার পিছনে থাকা আরেক পথচারী পুরুষ, ঠিক তখনই ঘটে যায় সন্দেহমূলক ঘটনা, ছিনতাইকারীর টার্গেট ওই মহিলার পিছন দিক থেকে চেইন কেটে মোবাইল ও অন্যান্য সরঞ্জাম হাতিয়ে নেওয়ার সময় হাতেনাতে আটক করে তাকে সন্দেহ করা সেই লোকটি, পরবর্তীতে ক্ষণিকের মধ্যে সমবেত হয় আশেপাশে থাকা লোকজন, শুরু হয় তার উপর উত্তম মাধ্যম, এরইমধ্যে লোকজনকে ধাক্কাধাক্কি করে পালিয়ে যায়।সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তা ফুট ওভারব্রিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যাতায়াত ও পারাপারের মাধ্যম।লক্ষ করা যায়, প্রতিদিন এ ফুট ওভারব্রিজ দিয়ে চলাচল ও যাতায়াত অতুলনীয়। যার কারণে লোক চলাচল অহরহ। কিন্তু পাশে বসা ফুটপাতগুলো কারণে অনেকটা সহজ হয়ে দাঁড়ায় ছিনতাই ও চুরির কাজগুলো।সোনারগাঁ হাইওয়ে পুলিশের উদ্যোগে একাধিকবার উচ্ছেদ অভিযান চালানো হলেও ফুটপাত উচ্ছেদ হয়নি আজও।যার ফলে প্রতিনিয়ত ঘটছে এরকম এ হেন লজ্জাজনক চুরি ছিনতাই সহ নানা অপকর্ম।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন