শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
Home » Slider »

ডিএন্ডডি’র জলাবদ্ধতা নিরসনে ১১ জুলাই সভা করবেন সাংসাদ শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সোমবার, ০৫ জুলাই ২০২১ | ২:১৪ পূর্বাহ্ণ

ডিএন্ডডি’র জলাবদ্ধতা নিরসনে ১১ জুলাই সভা করবেন সাংসাদ শামীম ওসমান

নারাণয়গঞ্জে জলাবদ্ধতা নিরসনে জেলা প্রশসাক কার্যালয়ে জলাবদ্ধতা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন ধরেই পানির মধ্যে বসবাস করছে ফতুল্লা থানাধীন এলাকার বেশির ভাগ বাসিন্দা। তাই আগামী রোববার (১১)জুূলাই জলাবদ্ধতা নিরসন বিষয়ক সভা করবেন শামীম ওসমান। তবে সেই সভায় জেলার বড় কয়েকজন সাংবাদিকদের থাকার কথা জানান জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

এ সময় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ শামীম ওসমান দ্বিমত পোষন করে বলেন, ‘সভা হবে সকল সাংবাদিক ভাইদের নিয়ে। যারা যারা আসতে চায় সবাই আসবে। প্রয়োজনে বড় স্থানে সভার আয়োজন করবো।’

বোববার (৪ জুলাই) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জলাবদ্ধতা নিরসন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ এ কে এম শামীম ওসমান, এডিসি শামীম ব্যপারী,অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ। সভায় জলাবদ্ধতা নিরসনে শামীম ওসমান বলেন জলাবদ্ধতা সমাধানে আসতে হবে এবং ডিএন্ডডি বাসীর এই সমস্যার সমাধান হওয়া দরকার তাই সকলের উপস্থিতিতে জলাবদ্ধতা নিরসন সভা করা হবে।

উল্লেখ্য ১১ জুলাইয়ের ওই সভায় ডিএনডি বাসীর সমস্যা সমাধান করতে উপস্থিত থাকবেন পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। এছাড়া ওই সভায় নারায়ণগঞ্জ জেলার সকল সেক্টরের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।”




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন