রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ রবিবার | ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ট্রাক মেরামত করতে গিয়ে চাপা পড়ে চালক ও হেলপারের মৃত্যু

শনিবার, ১৩ জানুয়ারি ২০২৪ | ৭:১৮ পূর্বাহ্ণ

আড়াইহাজারে ট্রাক মেরামত করতে গিয়ে  চাপা পড়ে চালক ও হেলপারের মৃত্যু

আড়াইহাজারে রাস্তায় বিকল হয়ে যাওয়া একটি ট্রাক মেরামত করার সময় এর নিচে চাপা পড়ে ওই ট্রাকেরই চালক ও হেলপারের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১২ জানুয়ারি) ভোরে ঢাকা-সিলেট-মহাসড়কে উপজেলার পুরিন্দা এলাকায় এ ঘটনা ঘটে। তবে নিহতদের নাম পরিচয় জানা যায় নি।
বিষয়টি নিশ্চিত করেন ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ টিআই আলী আশরাফ মোল্লা জানান, ভোরে একটি মালবোঝাই ট্রাক ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা এলাকায় এসে সম্ভবত চাকা পাংচার বা কোন যন্ত্রাংশ নষ্ট হয়ে যায়। এসময় রাস্তার পাশে ট্রাকটি রেখে নিচে জগ বসিয়ে চালক ও হেলপার মেরামতের কাজ করছিল।
হঠাৎ জগটি ভেঙ্গে পড়লে ট্রাকটি তাদের উপরে পড়ে গেলে ট্রাকের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালক ও হেলপারের মৃত্যু হয়।
তিনি আরও জানান, খবর পেয়ে ভুলতা হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি সরিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। তাদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।
মরদেহটি বর্তমানে ভুলতা পুলিশ ফঁাড়িতে রয়েছে। এ ঘটনায় যথাযথ আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন