
নারায়ণগঞ্জ আড়াইহাজার থানাধীন কালাপাহাড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম-বার। মঙ্গলবার (৫ জানুয়ারী) দুপুরে কালাপাহাড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রে পুলিশ সুপারকে পুলিশের একটি চৌকস দল সালাম জানায়। এরপর তদন্ত কেন্দ্রের নির্মাণাধীন ৪র্থ তলা ভবনের অগ্রগতি সরেজমিন প্রত্যক্ষ করেন পুলিশ সুপার। পরিদর্শনকালে সহকারী পুলিশ সুপার ‘গ’ সার্কেল মাহিন ফরাজী, আড়াইহাজার থানা অফিসার ইনচার্জ নজরুল ইসলাম, কালাপাহাড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রুবেল হাওলাদারসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার, ‘‘গ’’ সার্কেল, নারায়ণগঞ্জ জনাব মাহিন ফরাজী, অফিসার ইনচার্জ, আড়াইহাজার থানা, নারায়ণগঞ্জ জনাব নজরুল ইসলাম এবং ইনচার্জ, কালাপাহাড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জনাব রুবেল হাওলাদার। এসপি মোহাম্মদ জায়েদুল আলম পরিদর্শনকালে উক্ত পুলিশ তদন্ত কেন্দ্রের নির্মানাধীন ৪র্থ তলা ভবনের অগ্রগতি সরেজমিন প্রত্যক্ষ করেন এবং নির্মাণকাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য দিক-নির্দেশনা প্রদান করেন। একং পুলিশ ফোর্সের ব্যারাকসহ তাদের বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নেন।