
এই বাচ্চা ছেলেটির বাবা তাকে সারাদিন খোঁজা-খুঁজি শেষে তার কলিজার টুকরা সন্তানকে না পেয়ে যখন তার বড়ীর সবার চোখে-মুখে হতাশা ঠিক তখনই জনবহুল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হইতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তাৎক্ষনিক ভাবে অফিসার ইনচার্জ সাহেব ছেলেটিকে তার বাবা-মায়ের নিকট ফিরিয়ে দিতে ফেসবুকে পোষ্ট করা সহ আশে পাশের লোকজনদের সহিত যোগাযোগ করে যখন শিশু ছেলেটিকে তার বাবার নিকট বুঝিয়ে দেন তখন ছেলেটির বাবা আনন্দে কেঁদে ফেলে এবং একটি স্বস্তির নিশ্বাস ছেড়ে সকল পুলিশকে প্রাণ ভরে দোয়া করেন। আর অফিসার ইনচার্জ সাহেব বলেন এটাই আমাদের বড় পাওয়া। রাস্তায় তো অনেক লোকই চলাফেরা করে কেউ প্রয়োজন মনে করল না ছেলেটি কেন কাদছে তা জানার কিন্তু আমরা তো পুলিশ মানবতা যে আমাদের সর্বাগ্রে।