বৃহস্পতিবার, ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে যানজট নিরসনে অবৈধ দখলদারি, স্থাপনা উচ্ছেদ অভিযান।

শনিবার, ২৮ নভেম্বর ২০২০ | ৭:৪৩ পূর্বাহ্ণ

সোনারগাঁয়ে যানজট নিরসনে অবৈধ দখলদারি, স্থাপনা উচ্ছেদ অভিযান।

নারায়ণগঞ্জ সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তা( ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশ) অবৈধ দোকানপাট , স্থাপনা উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনের ব্যবস্থা নেন সোনারগাঁ এসিল্যান্ড ম্যাজিস্ট্রেট আল মামুন। (শুক্রবার) সকাল দশটা থেকে শুরু হয়ে ১২.৩০ মি. পর্যন্ত অভিযান অব্যাহত থাকে।

উচ্ছেদ অভিযানে মোগরাপাড়া চৌরাস্তা পূর্ব পাশ থেকে থানা রোড যানজট নিরসনের জন্য সিএনজি অটো রিক্সা নির্ধারিত স্থান ব্যবস্থা করে দেন সহকারি কমিশনার (ম্যাজিস্ট্রেট) আল মামুন।এতে দীর্ঘদিন ভোগান্তির পর অবসরে স্বস্তি মিলল সোনারগাঁ থানা রোডের যানজট ও সাধারন জনগনের ভোগান্তি। সাধারণ জনগণ ও যাত্রীদের মন্তব্য ছিল দীর্ঘদিন যাবৎ আমরা যানজট ভোগান্তিতে ছিলাম, সোনারগাঁ ভূমি ম্যাজিস্ট্রেট আল মামুন দুর্দান্ত সাহসিকতা ও সিএনজি স্ট্যান্ড ব্যবস্থা করাই যানজট নিরসন হয়। যার ফলে আমাদের সাধারণ জনগণ ও যাত্রীদের কষ্ট ও সময় নষ্ট থেকে আমরা স্বস্তি পেলাম। সোনারগাঁ এসিলেন্ট ম্যাজিস্ট্রেট আল মামুন সাধারণ জনগণের উদ্দেশ্যে বলেন এই রোডে কেউ চাঁদাবাজি করলে বা রোড সংক্রান্ত কেউ টাকা গ্রহণ করলে আমাকে জানাবেন, কোনো নেতাকর্মী এখান থেকে চাঁদাবাজি করে না , হাইওয়ে থানা টাকা গ্রহণ করেনা , এসিল্যান্ড ম্যাজিস্ট্রেট এখান থেকে টাকা গ্রহণ করে না ,ফলে কমিউনিটি পুলিশ ও থানা রোড ক্লিয়ার লাইনম্যানদের কে উদ্দেশ্য করে বলেন, আপনারা পরিবহন থেকে কোন অর্থ গ্রহণ করবেন না, যতটুকু সম্ভব আপনাদের মূল্যায়ন আমরা নিজেরা করব, তাদের কাছ থেকে কোন বিনিময় গ্রহণ করবেন না, আপনারা স্বেচ্ছাসেবী হিসেবে সেবা দিয়ে যাবেন, যাতে করে এই রোড সর্বদা যানজট থেকে মুক্ত থাকে। অবৈধ উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে সার্বিক সহযোগিতায় ছিল সোনারগাঁ থানা এসআই রাকিব ও তার সোর্স।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন