মঙ্গলবার, ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

এ ধরণের প্রতিষ্ঠান সবাই গড়তে পারেনা : বন্দর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার

সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩ | ৮:৩৪ পূর্বাহ্ণ

এ ধরণের প্রতিষ্ঠান সবাই গড়তে পারেনা : বন্দর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার

বন্দর প্রতিনিধি : বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মুখফুলদিস্থ ৫নং সোহরাব মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী হাজী সোহরাব মিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মেধা বৃত্তি পুরস্কার বিতরণী বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
সোহরাব মিয়া ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রেজাউল করিম।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শিরিন আক্তারের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের নং ওয়ার্ডের সদস্য কামরুল হাসান জজ মেম্বার, স্থানীয় সমাজ সেবক মোঃ শাহজালাল, মিরকুন্ডি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ূব আলী, সহকারি প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন, বন্দর ৯নং কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ হালিম, ৪৮ নং একরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন প্রমুখ।
সকলের উপস্থিতিতে অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন মরহুমের সুযোগ্য পুত্র ইঞ্জিনিয়ার আবুল বাশার ও নাতনী কারিডা আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বলেন, বড় মনের মানুষ না হলে কেউ স্কুল, মসজিদ, মাদ্রাসা গড়েন না। আমি মনে প্রাণে বিশ্বাস করি যতদিন পৃথিবী থাকবে ততদিন হাজী সোহরাব হোসেনের নাম বিরাজমান থাকবে। এ ধরণের প্রতিষ্ঠান সবাই গড়তে পারেনা। দানের হাতগুলো সব আল্লাহ প্রদত্ত হয়।
কোমলমতি শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে উপজেলা শিক্ষা অফিসার বলেন তোমাদেরকে কেবল শিক্ষা অর্জণ করলে চলবেনা ভাল মানুষ হতে হবে। ভাল মানুষ হয়ে সমাজের হাল ধরতে হবে। তোমাদের উপরেই আগামীর ভবিষ্যত নির্ভর করবে। তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে তোমরা সব সময় সৎ পথে চলবে সত্য কথা বলবে। তোমরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশের রূপকার হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন