মঙ্গলবার, ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
Home » Slider »

নারায়ণগঞ্জের নবীগঞ্জ বাজার এলাকা হতে ১১৪ পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১

শনিবার, ১২ জুন ২০২১ | ৭:৩৩ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের  নবীগঞ্জ বাজার এলাকা হতে ১১৪ পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১

র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে র‌্যাব-১১ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১২ জুন ২০২১ ইং তারিখ রাত ০৮:৪৫ ঘটিকায় সময় র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন নবীগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ইয়াবা ১১৪ পিস, মাদক বিক্রির কাজে ব্যবহƒত মোবাইল ০৩ টি এবং মাদক বিক্রির নগদ ৪,০৭০/- টাকা উদ্ধার করা হয়। আসামীদের বিবরণ নি¤œরুপঃ

ক। মোঃ মাসুম (২৭),জেলাঃ নারায়ণগঞ্জ।
খ। মোঃ রুবেল (৩০) জেলাঃ নারায়ণগঞ্জ।
গ। মোঃ ইমন (২২), জেলাঃ নারায়ণগঞ্জ।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়,আটকৃত মাদক ব্যবসার সাথে জড়িত আসামীগণ নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় কিছুদিন যাবত মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদক ব্যবসা তাদের এক মাত্র পেশা। পরস্পর যোগসাজশে তারা মাদক ব্যবসা করে আসছে।
উপরোক্ত বিষয়ে প্রযোজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন