বুধবার, ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ বুধবার | ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবেশ পথে দৃষ্টিনন্দন বঙ্গবন্ধু তোরণের শুভ উদ্বোধন

সোমবার, ২২ নভেম্বর ২০২১ | ১২:০০ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবেশ পথে দৃষ্টিনন্দন বঙ্গবন্ধু তোরণের শুভ উদ্বোধন

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবেশ পথে দৃষ্টিনন্দন বঙ্গবন্ধু তোরণের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (২১ নভেম্বর) দুপুরে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ আনুষ্ঠানিকভাবে তোরণটি উদ্বোধর করেন।

মডেল গ্রুপের সহযোগিতায় নির্মিত বঙ্গবন্ধু তোরণ উদ্বোধনকালে জেলা প্রশাসক (ডিসি) মোস্তাইন বিল্লাহ বলেন, এ তোরণের মাধ্যমে ১৯৫২এর ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত বঙ্গবন্ধুর বিভিন্ন কর্মকান্ড টেরাকোটার মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। এর মাধ্যমে আমাদের তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে ধারণা লাভ করবে। এ তোরণটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নির্মাণাধীন ডিসি থিম পার্কের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।

এ সময় শতাধিক বীর মুক্তিযোদ্ধাসহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম (বার), উপ-পরিচালক (স্থানীয় সরকার), অতিরিক্ত জেলা প্রশাসকগণ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তাগণ ও মডেল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নির্মানাধীন ডিসি থিম পার্কে উদ্বোধন হওয়া বঙ্গবন্ধু তোরণের সাথে আরো যুক্ত হচ্ছে সুদৃশ্য জামদানী ফোয়ারা, দৃষ্টিনন্দন সেতুসহ ওয়াটারবডি, অত্যাধুনিক চিলড্রেনস কর্ণার, ১০০ আসন বিশিষ্ট এম্ফিথিয়েটার, ফটোবুথসহ আরো কয়েকটি আকর্ষণীয় স্থাপনা। ডিসি থিম পার্কটি নারায়ণগঞ্জের ইতিহাস, ঐতিহ্য ও ইকোট্যুরিজমের উন্নয়নে অনন্য ভূমিকা পালন করবে বলে সকলের বিশ্বাস।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন