মঙ্গলবার, ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
Home » Slider »

ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হলেন কাজল চন্দ্র মজুমদার।

মঙ্গলবার, ২২ জুন ২০২১ | ১১:৩৩ পূর্বাহ্ণ

ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হলেন কাজল চন্দ্র মজুমদার।

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার এসআই (নিঃ) কাজল চন্দ্র মজুমদারকে পুরস্কার প্রদান করা হয়। সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিন্ন মানদন্ডের আলোকে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ মে/২১ শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক মনোনীত হওয়ায় ঢাকা রেঞ্জ ডিআইজি জনাব হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার) নিকট হইতে পুরষ্কার গ্রহণ করছেন, সিদ্ধিরগঞ্জ থানার এসআই (নিঃ) কাজল চন্দ্র মজুমদার । সোমবার (১৫ জুন) ঢাকা রেঞ্জের ডিআইজি কার্যালয়ে শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে মনোনীত করে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার) পুরস্কারটি তুলে দেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জিহাদুল কবির, পিপিএম (বার), ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নুরে আলম মিনা, পিপিএম (বার), ঢাকা রেঞ্জের পুলিশ সুপার, আক্তার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. ছানোয়ার হোসেন পিপিএম (বার), সদর সার্কেল গোপালগঞ্জ, গোপালগঞ্জ সদর থানা অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম সহ পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানায় দায়িত্ব পালন কালে আইন-শৃঙ্খলার উন্নয়ন, অপরাধ দমনের পাশাপাশি গুরুত্বপূর্ণ মামলা তদন্তে রহস্য উদঘাটন করে তিনি একজন দক্ষ এবং চৌকস পুলিশ কর্মকর্তা হিসেবে সুপরিচিতি লাভ করেন। তিনি একজন সাহসী ও জনবান্ধব পুলিশ কর্মকর্তা হিসেবে মানুষের কাছে আস্থাভাজন হয়ে উঠেন। পেশাদারিত্বের অবদান রাখা, বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশি সেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ।
এ সময় এসআই (নিঃ) কাজল চন্দ্র মজুমদার সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন থানার সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড দমন করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করে তিনি বলেন মূলত ভালোকাজের মাধ্যমে পুলিশি সেবা জনগণের কাছে পৌঁছে দেয়াই আমার লক্ষ্য। শ্রেষ্ঠত্ব অর্জন করা এটি ভালোকাজের স্বীকৃতি স্বরুপ। এর মাধ্যমে দায়িত্ব আরো বেড়ে গেল। ভবিষ্যতেও যাতে এ ধারা অব্যাহত থাকে, সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন