মঙ্গলবার, ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
Home » Slider »

নারায়ণগঞ্জে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ১৮২ পরিবার পাবে ভূমি ও তৈরি বাসগৃহ

শুক্রবার, ১৮ জুন ২০২১ | ৪:৫৩ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ১৮২ পরিবার পাবে ভূমি ও তৈরি বাসগৃহ

নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোহাম্মদ সেলিম রেজা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল এ সোনার বাংলার গরীব দুঃখী নিঃস্ব,আসহায় মানুষের মুখে হাসি ফোটাবার। জাতির পিতা বঙ্গবন্ধু ১৯৭২ সালের ২০ ফেব্রুয়ারি নোয়াখালী জেলার (বর্তমানে লক্ষীপুর) চরপোড়াগাছা গ্রাম পরিদর্শন করে বলেছিলেন, গৃহহীন আসহায় মানুষের জন্য গৃহ নির্মাণের নির্দেশ প্রদান করেছিলেন। জাতির পিতার সেই স্বপ্নকে বাস্তব ও পূরণের লক্ষ্যে মুজিব শতবর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না, প্রধানমন্ত্রীর এই ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে আগামী ২০ জুন রোববার সকাল সাড়ে ১০ টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ২য় পর্যায়ে ৫৩ হাজার ৩ শত ৪০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুই (০২) শতাংশ জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।

সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জ জেলারও ৫ টি উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্প হতে ২য় পর্যায়ে ১৮২টি ভুমিহীন ও গৃহহীন,অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং’র মাধ্যমে কবুলিয়ত, জমির খতিয়ান ও গৃহ প্রদানের সনদসহ তৈরি করা ঘরের চাবি হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। ১ম পর্যায়ে ৩৪৬ টি পরিবারের মধ্যে গৃহ প্রদান করা হয়েছিল। এই জেলায় এ পর্যন্ত মোট ৫২৮ টি পরিবারকে দুই (০২) শতাংশ জমিসহ গৃহ প্রদান করা হয়েছে । উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপ-মন্ত্রী, সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাসহ সাংবাদিকবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ এ সময় অংশগ্রহণ করবেন। ২য় পর্যায়ে আনুমানিক ৯১০ গৃহহীন পরিবার পাবে আশ্রয়স্থল।

১৮২ টি গৃহহীন ও ভূমিহীন পরিবার যারা প্রধানমন্ত্রীর উপহার গ্রহণ করবেন তাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ সব ধরণের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রত্যেক উপজেলায় অধিকাংশ ঘরগুলোর স্থানীয় গ্রোথ সেন্টারের নিকটবর্তী স্থানে স্থাপন করা হয়েছে। প্রয়োজনীয় বিদ্যুৎ সুবিধা ও বিশুদ্ধ খাবার পানি সর্বরাহ উপজেলা প্রশাসনের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। এরই অংশ হিসেবে পর্যায়ক্রমে নারায়ণগঞ্জ জেলার তালিকাভূক্ত সকল গৃহহীন পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ হতে পর্যাক্রমে গৃহ নির্মাণ করে দেয়া হবে।এর ফলে নারায়ণগঞ্জের একটি পরিবারও গৃহহীন থাকবে না।এই গৃহ নির্মাণ কাজে সহযোগিতার জন্য স্থানীয় মন্ত্রী, সংসদ সদস্য, উপজেলা পরিষদ চেয়ারম্যান,উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন