শুক্রবার ৪ঠা সেপ্টেম্বর রাতে বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ১৭জন নিহত হয়েছেন আহত ৩৭ জনের অবস্থা আশংকাজনক। শুক্রবার রাত শনিবার দিবাগত হতে মৃত্যুর সংখ্যা প্রতি ঘন্টায় বেড়ে চলছে এমনটি জানা যায় আহত ও নিহতের পরিবারের আত্বীয় স্বজনের কাছ থেকে।
এদিকে গ্যাসের লাইন ত্রুটি থাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে এমনটি অভিযোগ তুলেছে মসজিদ কমিটির সভাপতি আবদুল গফুর। তিতাস গ্যাস নারায়ণগঞ্জ জোন শাখার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করতে আসলে তার সম্মুখে এই অভিযোগ তুলে সাংবাদিকদের উদ্দেশ্যে মসজিদ কমিটির সভাপতি বলেন ইতি পূর্বে মৌখিকভাবে বিষযটি তিতাস গ্যাসকে জানানো হলে তারা ৫০ হাজার টাকা উৎকোচ চেয়ে ছিলেন।
লিখিত কোন অভিযোগ না থাকায় তিতাস গ্যাস নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপনা পরিচালক তিনি বলেন ঘটনার সত্যতা পাওয়া গেলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থ্য গ্রহন করা হবে। এদিকে মসজিদে বিস্ফোরণের ঘটনায় ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে জেলা প্রেসক্লাবের সামনে শনিবার বাদ আছর নিহতের ক্ষতিপুরন ও তিতাস গ্যাসের ঘুষদাবিকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমুল শাস্তির দাবিতে মানববন্ধন করেন। মানববন্ধনে তারা তিতাস গ্যাস নারায়ণগঞ্জ শাখা ঘেরাও কর্মসূচি ঘোষনা করেন দলের শীর্ষ নেতৃবৃন্দ।