শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শনিবার | ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

রিয়াদে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও নানান কর্মসূচি পালিত

বৃহস্পতিবার, ১১ জানুয়ারি ২০২৪ | ৫:০১ পূর্বাহ্ণ

রিয়াদে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও  নানান কর্মসূচি পালিত

ফারুক আহমেদ চান,মধ্যপ্রাচ্য ইনচার্জ –
১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আল খারজ বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও আল কাসিম বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর ব্যনারে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস, জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ এর নিরুন্কুশ বিজয় ও রিয়াদ বঙ্গবন্ধু ফাউন্ডেশনগুলোর অভিষেক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর নব-নির্বাচিত সভাপতি সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাকিরুল হক মিঠুর সঞ্চানালয়ে ও হাফেজ ক্বারী মাওলানা আব্দুস সালাম এর পবিত্র কোরান তিলোয়াতের মধ্য দিয়ে এতে প্রধান অতিথি ছিলেন রিয়াদ প্রাদেশিক বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সভাপতি প্রকৌশলী তানভীর সিকান্দার। বিশেষ অতিথি ছিলেন রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা প্রকৌশলী গোলাম মো. কবির।

বিশেষ অতিথি ছিলেন আরটিভির সৌদীআরব ব্যূরোচীফ সাংবাদিক মো. আবুল বশির, রিপন সরকার, ফয়েজ আহমেদ, মাওলানা আবু তাহের মো. মহিউদ্দিন, খোরশেদ আলম, আব্দুল হালিম, দিদারুল আলম, শহীদুল ইসলাম লিটন, শামসুদ্দিন শওকত বাপ্পি।
আলোচনায় অংশ নেন যথাক্রমে- আল খারজ শাখা বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছ মিয়া, বখতিয়ার মোহাম্মদ শেখ মো. নাছির, শামসুল আলম, তানভীর হাসান, কামরুল হাসান,আব্দুল করিম ভূঁইয়া, আমজাদ খাঁন জসীম, জুবায়ের আলম, কামরুল হাসান, নয়ন মিয়া প্রমুখ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতেই জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ এর নিরুন্কুশ বিজয়ে উপস্হিত সকলে পরস্পর পরস্পরকে উৎসবমুখর আমেজে মিস্টি মুখ করান।

এরপর ১০ই জানুয়ারী বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের উপর বিশদ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁন এর নেতৃত্বাধীন রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর কার্যকরী কমিটির সকল নেতা একে অপরকে গোলাপ দিয়ে বরন করে নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি প্রকৌশলী তানভীর সিকান্দর প্রজেক্টরের সাহায্যে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আল খারজ বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আল কাসিম বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর কমিটিগুলো দেখান এবং ঘোষনা করেন। রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর কমিটি নব-নির্বাচিত সভাপতি সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁন ও সাধারণ সম্পাদক জাকিরুল হক মিঠুর হাতে হস্তান্তর করেন।

আল খারজ বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর কমিটি মোখলেছ ও আল কাসিম বঙ্গবন্ধু ফাউন্ডেশন কমিটি প্রকৌশলী গোলাম মো. কবিরকে হস্তান্তর করেন। আগামী মার্চ মাসে নতুনত্ব চমক নিয়ে অভিষেক অনুষ্ঠান করবে রিয়াদ বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সকল ইউনিটগুলো।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন