শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শনিবার | ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

রথযাত্রা সফল করতে পূজা পরিষদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

শনিবার, ১০ জুন ২০২৩ | ৫:১১ পূর্বাহ্ণ

রথযাত্রা সফল করতে পূজা পরিষদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হবে আগামী ২০ জুন। রথযাত্রা সুষ্ঠ ও নির্বিঘ্ন করতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জুন) বিকেলে শহরের চাষাঢ়া গোপাল জিউর মন্দিরে এ আয়োজন করা হয়।

মত বিনিময় সভায় আগত সকলের মতামতের ভিত্তিতে বর্নাঢ্য আয়োজনে রথযাত্রা উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়। সেইসাথে উল্টো রথযাত্রা ২৮ জুন হওয়ায় এবং এর পরের দিন মুসলমান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল আযহা অনুষ্ঠিত হওয়ায় সীমিত পরিসরে মন্দির অভ্যন্তরে ধর্মীয় রীতিনীতি মেনে তা পালনের নির্দেশনা প্রদান করা হয়। ইতিমধ্যেই ইসকন উল্টো রথযাত্রা উৎসব একদিন এগিয়ে ২৭ জুন পালনের সিদ্ধান্ত নিয়েছে। পূজা উদযাপন পরিষদও সকলের সাথে সমন্বয় করে তা বাস্তবায়নের চেষ্টা করবে বলে জানিয়েছেন আগত নেতৃবৃন্দ।

মত বিনিময় সভার শুরুতে সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শংকর কুমার দে। সোনারগঁায়ে জরুরী কাজ থাকায় তিনি সভার সভাপতিত্বের দায়িত্ব মহানগর পূজা উদযাপন পরিষদের আহবায়ক বিষ্ণুপদ সাহাকে অর্পণ করেন এবং সভার শেষ পর্যন্ত তিনি সেই দায়িত্ব সুচারুরূপে পালন করেন।

এসময় আগামী ২৩ জুন অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয় আয়োজকদের পক্ষ থেকে।

নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব শিখন সরকার শিপন ও মহানগর পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব সুশিল দাসের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদিপ দাস।

আরো উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ জাতীয় পরিষদের সদস্য কমলেস সাহা, আহবায়ক কমিটির সদস্য সাংবাদিক উত্তম সাহা, অধ্যাপক গোপীনাথ পাল, আশিষ রঞ্জন দাস, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন পাল, সাধারণ সম্পাদক নিমাই দে, ফতুল্লা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদিপ মন্ডল, সাধারণ সম্পাদক শিবু দাস, বন্দর থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, সিদ্ধিরগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক খোকন বর্মন, দেওভোগ লোকনাথ ব্রহ্মচারী মন্দিরের সভাপতি প্রদিপ সরকার, হিমাদ্রি সাহা হিমু, তপন ঘোষ, তপন গোপ সাধু, কৃষ্ণ আচাযর্য, অভিরাজ সেন সজল, সুজন বিশ্বাস, গৌতম সাহা, সুমিত রায়, দুলাল সাহা, তারক দাসসহ বিভিন্ন মন্দিরের প্রতিনিধিগণ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন