
স্টাফ রিপোর্টার: আলোকিত সমাজ গঠনের প্রচেষ্টায় বন্দর থানার বিভিন্ন সংগঠনের মধ্যে সেতুবন্ধন তৈরির লক্ষ্যে সংগঠন সমাবেশ এবং সামজে সংগঠন সমূহের অবদানের স্বীকৃতি স্বরুপ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (৭ই নভেম্বর) বিকেলে নগরীর চাষাড়ার কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কাজিম উদ্দিন প্রধানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. জেবউননেছা।
এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল , নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফায়সাল মোহাম্মদ সাগর, নারায়ণগঞ্জ মহানগর যুব সংহতির সাধারণ সম্পাদক রিপন ভাওয়াল ও নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন প্রমুখ।