মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
Home » Slider »

আড়াইহাজারে করোনা প্রতিরোধে পুলিশের প্রচারনা

শনিবার, ১৭ জুলাই ২০২১ | ১২:১৬ পূর্বাহ্ণ

আড়াইহাজারে করোনা প্রতিরোধে পুলিশের প্রচারনা

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
করোনা প্রতিরোধে মসজিদে মসজিদে প্রচারনা চালাচ্ছে আড়াইহাজার থানা পুলিশ। থানা পুলিশ বিভিন্ন মসজিদে মুসল্লিদের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন। বাংলাদেশ পুলিশের পক্ষে মসজিদ ভিত্তিক প্রচারণার অংশ হিসেবে শুক্রবার জুমআর নামাজের সময় আড়াইহাজার বাজার কেন্দ্রীয় জামে মসজিদে প্রচারনাকালে ওসি মো: আনিচুর রহমান মোল্লা বলেন, করোনার সংক্রমণ ও করোনা ভাইরাসে মৃত্যু গ্রামে-গঞ্জেও ছড়িয়ে পড়েছে বিধায় জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না। বার বার সাবান দিয়ে হাত ধোবেন। জরুরী প্রয়োজনে ঘর থেকে বের হলে অবশ্যই মাস্ক পরে বের হবেন। সামাজিক দূরত্ব মেনে চলবেন। সেটা মসজিদেও মানবেন। বলাতো যায় না কার সাথে জীবাণু ঘুরছে। আপনারা গ্রামগঞ্জের মানুষ অযথা হাটবাজারে আড্ডা দিতে যাবেন না।

ওসি আনিচুর রহমান আরো বলেন, হাটে বাজারে ভিড় এড়িয়ে চলবেন। সামনে ঈদ। ভুলে কারো সাথে কোলাকুলি করবেন না ও হাত মেলাবেন না। মনে রাখবেন সরকারী বিধি-নিষেধ মেনে না চললে গ্রেফতার ও জরিমানার সম্মুখীন হতে হবে। তাছাড়া ও উপজেলার ১৫ টি মসজিদে এই প্রচারনা পরিচালনা করেন পুলিশ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন