মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
Home » Slider »

আড়াইহাজারে প্রাণিসম্পদ প্রদর্শনী -২০২১ অনুষ্ঠিত

মোঃ জিয়াউর রহমান:

শনিবার, ০৫ জুন ২০২১ | ১২:৩১ অপরাহ্ণ

আড়াইহাজারে প্রাণিসম্পদ প্রদর্শনী -২০২১ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ জুন) সকালে আড়াইহাজার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু।স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবু কাউসার।

প্রধান অতিথি বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে কৃষি ও প্রাণিসম্পদ বিভাগের ব্যাপক উন্নয়ন হয়েছে।প্রনোদনা দিয়ে সরকার আর্থিকভাবে অস্বচ্ছল, বেকার মহিলা ও যুবকদের স্বাবলম্বী হতে সহায়তা করেছেন।

তিনি বলেন, আগামীতে আড়াইহাজারে প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট তৈরি করা হবে। এসময় উপজেলার শহীদ মঞ্জুর স্টেডিয়ামে অনুষ্ঠিত বিভিন্ন স্টল প্রধান অতিথি পরিদর্শন করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আড়াইহাজার পৌরসভার মেয়র আলহাজ্ব সুন্দর আলী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূঁইয়া, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তালেব মোল্লা,খামারি ফারুক হোসেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন