রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ রবিবার | ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
Home » Slider »

মাদক পাচারের নিরাপদ রুট বিশনন্দি ফেরী ঘাট

শুক্রবার, ২৩ জুলাই ২০২১ | ৬:৫১ অপরাহ্ণ

মাদক পাচারের নিরাপদ রুট বিশনন্দি ফেরী ঘাট

আড়াইহাজার(নারায়ণগঞ্জ) সংবাদদাতা: আড়াইহাজারের বিশনন্দি ফেরী ঘাট মাদক পাচারের নিরাপদ রুটে পরিণত হয়েছে। অভিযোগ রয়েছে স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় এই রুট দিয়ে আখাউড়া, বি-বাড়িয়া, বাঞ্ছারামপুর, কুমিল্লা, হোমনা থেকে অনেকটা নিরাপদেই বিভিন্ন ধরনের মাদকদ্রব্য আড়াইহাজারসহ আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে। ফলে এলাকার তরুণ প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে। কতিপয় প্রভাবশালী ব্যাক্তি দৈনিক ভিত্তিতে মাদক পাচারকারীদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে এই কাজে সহায়তা করে থাকে।
সম্প্রতি বিশনন্দি ফেরী ঘাট থেকে র‌্যাবের অভিযানে ৫১ কেজি গাঁজাসহ ৯ জনকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই বিষয়ে সতর্ক রয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এক্ষেত্রে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করছি। আমাদের বিভিন্ন সোর্স মাদক পাচার রোধে কাজ করছে। মাদকের ব্যাপারে কাউকে ছাড় নয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন