স্বাধীনতার ৫০ বছর উদযাপনের অংশ হিসেবে বাজারে আসছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংবলিত ৫০ টাকা মূল্যমানের নতুন নোট। বিনিময়যোগ্য ৫০ টাকার ব্যাংক নোট ছাড়াও ৫০ টাকা মূল্যমানের স্মারক নোটও ইস্যু করা হচ্ছে। এ ছাড়া রৌপ্য স্মারক মুদ্রা ছাড়া হবে। ৩০ গ্রাম ওজনের রৌপ্য স্মারক মুদ্রার মূল্য ধরা হয়েছে চার হাজার টাকা। আগামী ২৮ মার্চ বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখা এবং পরে অন্য সব শাখা থেকে এসব মুদ্রা পাওয়া যাবে।বালাদেশ ব্যাংক জানিয়েছে, বিনিময়যোগ্য ৫০ টাকার নতুন ব্যাংক নোটে বর্তমান নোটের মতো রং ও ডিজাইন অপরিবর্তিত থাকবে। তবে সম্মুখভাগের ডানদিকে জলছাপ এলাকার কাছে লাল-সবুজ রঙের আলাদা স্মারক লোগো সংযোজন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির স্বাক্ষরিত নোটে অন্য সব নিরাপত্তা বৈশিষ্ট্য অর্থাৎ নিরাপত্তা সুতা, জলছাপ, মাইক্রোপ্রিন্ট এবং সম্মুখভাগে খসখসে লেখা অপরিবর্তিত থাকবে।৫০ টাকার স্মারক নোটের সম্মুখভাগের বাঁ পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং নোটের ডানদিকে জলছাপ এলাকার কাছে স্মারক লোগো মুদ্রিত থাকবে।