বুধবার, ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ বুধবার | ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ভ্রাম্যমান আদালতের ব্যানার,ফেস্টুন অপসারণ

রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩ | ৫:৩৮ অপরাহ্ণ

আড়াইহাজারে ভ্রাম্যমান আদালতের ব্যানার,ফেস্টুন অপসারণ

আসন্ন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে ব্যানার, ফেস্টুন টানিয়ে নির্বাচনী প্রচারণা চালানোয় নারায়ণগঞ্জের আড়াইহাজারে অপসারণ কার্যক্রম পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জাহান কনকের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

রোববার গোপালদী বাজার, দাইরাদী, রামচন্দ্রদী, ফতেপুর, কালিরহাট, চৌরাস্তা, শিবপুর, দক্ষিণপাড়া, গাজীপুরাসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় এমপি প্রার্থীদের ব্যানার, ফেস্টুন অপসারণ করা হয়।

এই বিষয়ে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জাহান কনক জানান, নির্বাচনে আচরণবিধি প্রতিপালনের অংশ হিসেবে জেলা রিটার্নিং অফিসার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। প্রতীক বরাদ্ধের আগে ব্যানার, ফেস্টুনের মাধ্যমে এভাবে প্রচারণা চালানো আচরণবিধি লঙ্ঘনের শামিল। তাই এইসব ব্যানার ফেস্টুন সরিয়ে ফেলা হয়েছে। আগামীতেও এভাবে আচরণবিধি লঙ্ঘন করলে আরও কঠোর অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন