বুধবার, ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ বুধবার | ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে পরিবেশ দূষণের অভিযোগে সাইজিং মিলের মালিককে অর্থদন্ড

মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩ | ৪:৩২ অপরাহ্ণ

আড়াইহাজারে পরিবেশ দূষণের  অভিযোগে  সাইজিং মিলের মালিককে অর্থদন্ড

আড়াইহাজারে সাইজিং মিলের ধোঁয়ায় এবং বর্জ্যে পরিবেশ দূষণের অভিযোগে সাইজিং মিলের মালিককে অর্থদন্ড করে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জাহান কনকের নেতৃত্বে উপজেলার ব্রাহ্মন্দি ইউনিয়নের ছোট ফাউসা গ্রামের আমেনা সাইজিং এর মালিক হাজী আইয়ুবকে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জাহান কনক জানান, দীর্ঘ দিন ধরে অভিযোগ আসছিল ছোট ফাউসা গ্রামের আইয়ুব হাজীর মালিকানাধীন একটি সাইজিং মিলের ধোঁয়ায় ও বর্জ্যে পরিবেশ নস্ট হচ্ছে। সেই সাথে সাধারণ মানুষ চলাচলে হুমকির সম্মুখীন হচ্ছে। সেই অভিযোগের প্রেক্ষিতে পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ অনুযায়ী অভিযান পরিচালনা করে ঘটনার সত্যতা পেয়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মুচলেকা নেওয়া হয়। তাকে সহযোগিতা করেন পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন