বৃহস্পতিবার, ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

জনগণের বিজয় অতি সন্নিকটে – পারভীন

বুধবার, ১৫ নভেম্বর ২০২৩ | ৮:৩৯ অপরাহ্ণ

জনগণের বিজয় অতি সন্নিকটে – পারভীন

মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার বলেছেন, আমরা একদফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবোনা। যত অত্যাচার বাড়বে তত আন্দোলন জোরালো হবে।

তিনি বলেন, অবৈধ সরকার ও নির্বাচন কমিশন আরেকটি পাতানো নির্বাচন করতে মরিয়া হয়ে উঠেছে। সেজন্য নানা কার্যকলাপ শুরু করেছে। কিন্তু বাংলাদেশের জনগণ আর কোনো প্রহসন মেনে নেবে না। আর কোন ভোট ডাকাতির নির্বাচন বা বিনা ভোটের নির্বাচন বাংলাদেশের জনগণ হতে দিবে না। তিনি বলেন বিএনপির আন্দোলন চুড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে। জনগণের বিজয় অতি সন্নিকটে।

তিনি আরো বলেন, বিএনপির আন্দোলন চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে। জনগণের বিজয় অতি সন্নিকটে। সফল হয়েই আমরা ঘরে ফিরবো।

বুধবার (১৫ নভেম্বর) সকাল সোয়া সাতটায় একদফা দাবি আদায়ে পঞ্চম দফা অবরোধের প্রথম দিনে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মিছিল বের করেছে মহিলা দল। এতে যোগ দিয়েছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীও। এতে অংশ নিয়ে এসব কথা বলেন পারভীন।

এ সময় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, কেন্দ্রীয় নেত্রী অ্যাডভোকেট রুনা, পিয়ারা মোস্তফা, পান্না ইয়াসমিন, জাকিয়া সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন