শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শনিবার | ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

পশুর হাটের ইজারা হস্তান্তর না করায় অপহরণ করে হত্যার চেষ্টা

মঙ্গলবার, ২৭ জুন ২০২৩ | ১২:০৮ পূর্বাহ্ণ

পশুর হাটের ইজারা হস্তান্তর না করায়  অপহরণ করে হত্যার চেষ্টা

সোনারগাঁয়ে আল আমিন নামে স্থানীয় একটি পশুর হাটের ইজারাদার ও ব্যবসায়ীকে অপহরণ করে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে।

শনিবার (২৪ জুন) রাতে উপজেলার মিরেরটেক বাজার এলাকার বুলবুল ভূঁইয়া সুপার মার্কেটে নিজ ব্যবসায়িক কার্যালয় থেকে তাকে অপহরণ করা হয় বলে অভিযোগ ভুক্তভোগী ব্যবসায়ীর।

পরে অপহরণের খবর পেয়ে তালতলা ফঁাড়ি পুলিশ অভিযান চালিয়ে অপহৃত ওই ব্যবসায়ীকে উদ্ধার করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

অপহৃত ইজারাদার আল আমিন জানান, উপজেলার তালতলা এলাকায় পশুর হাটের ইজারা পান তিনি। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় প্রভাবশালী সামসুলের নেতৃত্বে একদল অস্ত্রধারী সন্ত্রাসী রোববার রাতে মিরেরটেক এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে হাটটি হস্তান্তর করার জন্য হুমকি দেন।

তিনি রাজি না হওয়ায় তার মাথায় পিস্তল ঠেকিয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে মারধরসহ হত্যা চেষ্টা করে সন্ত্রাসীরা। খবর পেয়ে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালালে অভিযুক্তরা নয়াপুর এলাকায় রাস্তার পাশে মাইক্রোবাস থেকে তাকে ফেলে রেখে পালিয়ে যায়।
এ ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামী করে মামলা করেন ভুক্তভোগী ব্যবসায়ী আল আমিন।

ঘটনার সত্যতা স্বীকার করে তালতলা পুলিশ ফঁাড়ির ইনচার্জ জাকির রাব্বানী জানান, পশুর হাটের ইজারাদারকে অপহরণ ও হত্যা চেষ্টার খবর পেয়ে তাকে উদ্ধার করা হয়েছে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) শেখ বিল্লাল হোসেন সময় সংবাদকে বলেন, পশুর হাটের ইজারাদারকে অপহরণের খবর পেয়ে ওই ব্যবসায়ীকে উদ্ধারে আমরা তাৎক্ষণিক অভিযান শুরু করি।

পরে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করলে তিনি থানায় অপহরণ মামলা করেন। আসামীদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহিত আছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন