শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শনিবার | ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে নির্বাচনের আচারণ বিধি মানাতে ভ্রাম্যমান আদালতের অভিযান

সোমবার, ২৯ মে ২০২৩ | ৯:৩৩ অপরাহ্ণ

আড়াইহাজারে নির্বাচনের আচারণ বিধি মানাতে ভ্রাম্যমান আদালতের অভিযান

স্টাফ রিপোর্টার:

আড়াইহাজার পৌরসভা নির্বাচনের আচারণ বিধি অমান্য করায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার বিকালে সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পান্না আক্তারের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

অভিযানের সময় পৌর সভা এলাকার নোয়াপাড়া, গাজীপুরা, দাসপাড়া, কামরানীর চল এলাকায় আওয়ামীলীগের মেয়র প্রার্থী সুন্দর আলীসহ বিভিন্ন কাউন্সিলর প্রার্থীরা নিয়ম বহিভূত ভাবে পোস্টার সাটিয়েছে। ভ্রাম্যমান আদালত এই গুলো অপসারণ করেন।

এদিকে স্বতন্ত্র প্রার্থীরা জানান, আওয়ামীলীগ মেয়র প্রার্থী সুন্দর আলী আচারণ না মেনে রঙ্গিন পোস্টার দিয়ে একাধিক ক্যাম্প স্থাপন করে প্রচারনা চালাচ্ছে।

আড়াইহাজার পৌর সভার রিটানিং কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম বলেন, প্রার্থীরা যাতে আচারণ মানে সেই জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন