শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শনিবার | ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

খালেদা জিয়াকে নিয়ে কটুক্তি, প্রতিবাদে আড়াইহাজার বিএনপির মিছিল

শনিবার, ২৭ মে ২০২৩ | ৭:২৮ পূর্বাহ্ণ

খালেদা জিয়াকে নিয়ে কটুক্তি, প্রতিবাদে আড়াইহাজার বিএনপির মিছিল

বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারকে নিয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম অত্যন্ত অশ্রাব্য ও কটুক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের নির্দেশনায় আড়াইহাজারে প্রতিবাদ মিছিল করেছে আড়াইহাজার উপজেলা বিএনপি’র ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার ( ২৬ মে) আড়াইহাজারের পঁাচরুখী এলাকায় ঢাকা- সিলেট মহাসড়কে এ প্রতিবাদ মিছিল করেন আড়াইহাজার উপজেলা বিএনপি’র ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ।

সংক্ষিপ্ত বক্তব্যে আড়াইহাজার বিএনপি’র নেতারা বলেন, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারকে নিয়ে জেলা আওয়ামী লীগের সভায় জাহাঙ্গীর আলম যে কুরুচিপূর্ণ ও অশ্লীল বক্তব্যে দিয়েছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ বক্তব্যের জন্য জাহাঙ্গীরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তা নাহলে নারায়ণগঞ্জের জনগণ এর কঠোর জবাব দিবে।

আড়াইহাজার উপজেলা বিএনপি’র সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া ও সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদের নেতৃত্বে এ সময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান আব্দু, আড়াইহাজার উপজেলা সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মতি, সহ- সভাপতি এড. খোরশেদ আলম মোল্লা, সহ- সভাপতি এড. সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি সিদ্দিকুর রহমান সিদ্দিক, সালাউদ্দিন চৌধুরী সালামত, শাকিল হাসান, মনিরুজ্জামান খঁান, জিয়াউল হক বেদন, হাজী বেলায়েত হোসেন, গাজী মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক শফি উদ্দিন শফু, মাসুম শিকারী, ডা. মনির হোসেন, আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বাচ্চু, মোল্লা, আজহারুল ইসলাম লাভলু, আড়াইহাজার উপজেলা যুবদলের সদস্য সচিব খোরশেদ আলম ভুঁইয়া, আড়াইহাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর সাকিব, আড়াইহাজার উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক ওসমান গনি, ধর্ম বিষয়ক সম্পাদক জুলহাস হোসেন, সহ- প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, বিশন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খাজা মাইনুদ্দিন, মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার ভূঁইয়া, উচিৎপুরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি এড. আনোয়ার হোসেন রানা, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. নাসির, ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মনির হোসেন, দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন, সাংগঠনিক সম্পাদক গাজী আহসান উল্লাহ,সাতগ্রাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু কালাম, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদ, সাবেক সহ-সভাপতি মাসুদুর রহমান, সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম জহির, সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক, আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোবারক হোসাইন, আড়াইহাজার উপজেলা কৃষক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, আড়াইহাজার পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ রানা, গোপালদী পৌর ছাত্রদলের আহ্বায়ক সুমন মিয়া, আড়াইহাজার সফর আলী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম কাকন, যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, গত সোমবার (২২ মে) নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে এক অনুষ্ঠানে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে গালি দেয়াসহ নানা কটূক্তির অভিযোগ উঠে জাহাঙ্গীরের বিরুদ্ধে। এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে ভাইরাল হলে বিএনপি নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন