বুধবার, ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ বুধবার | ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
Home » Slider »

বন্দরে মাদক বিরোধী অভিযান চালিয়ে হেরোইন ও গাঁজাসহ ৩ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১ | ৯:৫১ অপরাহ্ণ

বন্দরে মাদক বিরোধী অভিযান চালিয়ে হেরোইন ও গাঁজাসহ ৩ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ বন্দরে পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে হেরোইন ও গাঁজাসহ ৩ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

সোমবার (২৩ আগস্ট) বন্দর ২০নং ওয়ার্ডের ফরাজীকান্দা ও বেপারীপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ধৃতরা হলেন- মামুন(৫২), দিলীপ(৫২) এবং ইমাম মেহেদী ওরফে রিয়াদ।

এদের মধ্যে মামুনের হেফাজত থেকে ১০ গ্রাম হেরোইন এবং দিলীপ ও রিয়াদের হেফাজত থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‍্যাব-১১ এর মিডিয়া অফিসার লে. কমান্ডার মাহমুদুল হাসান জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিল। আসামিদের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে ২টি মামলা দায়ের করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন