মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
Home » Slider »

সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লায় অভিযানে ২১ জুয়াড়ি গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

সোমবার, ১২ জুলাই ২০২১ | ৭:১৬ পূর্বাহ্ণ

সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লায় অভিযানে ২১ জুয়াড়ি গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ সিদ্ধিরগঞ্জ থানাধীন এনায়েত নগর কুতুবপুর এলাকায় এবং ফতুল্লা থানাধীন দক্ষিন কায়েমপুর এলাকায় অবৈধ জুয়ার আস্তানায় অভিযান পরিচালনা করে ২১ জুয়াড়ি গ্রেফতার করে। গত ১১ জুলাই রাত ১২.২৫ ঘটিকার এবং রাত ১২.৫০ ঘটিকায় সময় র‌্যাব-১১ পৃথক ২টি অভিযানে তাদেরকে গ্রেফতার করেন। এদের থেকে জুয়া খেলার সরঞ্জামাদি ২৮ হাজার ১ শত চল্লিশ টাকা উদ্ধারসহ ২১ জন জুয়াড়িকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হল শ্রী সবুজ মন্ডল ওরফে রিপন (২৭) মোঃ সুমন হোসেন (৩৮) মোঃ দেলোয়ার হোসেন (৪০)মোঃ সেলিম ওরফে রহিঙ্গা (৪২) মোঃ শামীম (৫০) মোঃ রনি ওরফে স্বপন (২৯)রিপন (৪০) হাফিজুর (৪২) নাদিম (২৮) মোঃ রতন মৃধা (৩৪) মোঃ মনিজল (৪২) মোঃ তাজেল (২৮)মোঃ আমজাদ শেখ (৩২) মোঃ মনির হোসেন (২৮) মোঃ বাহাউদ্দিন (৩০) মোঃ হাসান (২৬), মোঃ মানিক (২৫) মোঃ শহিজল (২৫) মোঃ মোশারফ হোসেন (৪৪) মোঃ আবুল কালাম (৩৮) কালাম (৩৪) এর বিভিন্ন জেলার বাসিন্দা।
লেঃ কমান্ডার মাহমুদুল হাসান জানান,নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন এনায়েত নগর কুতুবপুর এবং ফতুল্লা থানাধীন দক্ষিন কায়েমপুর এলাকায় কখনো গোপনে আবার কখনো কখনো প্রকাশ্যে চলতো এই জুয়ার আসর। নিষিদ্ধ জুয়ার আস্তানা বন্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। মাদক, জুয়ার সিন্ডিকেটসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। সাম্প্রতিক সময়ে সিদ্ধিরগঞ্জ এলাকায় জুয়ার আসর বেড়ে যাওয়ায় জুয়ার আসর বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে র‌্যাব-১১।উপরোক্ত বিষয়ে প্রযোজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন