মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
Home » Slider »

নারায়ণগঞ্জে গাদাগাদি করে গার্মেন্টস বাসে শ্রমিক পরিবহন

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

মঙ্গলবার, ০৬ জুলাই ২০২১ | ৫:২২ অপরাহ্ণ

নারায়ণগঞ্জে গাদাগাদি করে গার্মেন্টস বাসে শ্রমিক পরিবহন

নারায়ণগঞ্জে গার্মেন্টস বাসে গাদাগাদি করে যাচ্ছিল শ্রমিক। মুখে কারো কারো নেই কোন মাস্ক। অত:পর শ্রমিকদের স্বাস্থ্য বিধি মোতাবেক নির্দিষ্ট দূরত্বে বসার ব্যবস্থা করে বাসটিতে দুই শিফটে প্রতিষ্ঠানে যাওয়ার ব্যবস্থা করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।

মঙ্গলবার (৬ জুলাই) নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার শিবু মার্কেট এলাকায় ওই ঘটনা ঘটে।

বিষয়টি জানিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা মাসুম জানান, শিবু মার্কেট এলাকার ফারিয়া গার্মেন্টস এর শ্রমিকদের একটি বাসে গাদাগাদি করে লোড অবস্থায় প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া হচ্ছিল। ওই সময় অনেকের মুখে মাস্কও ছিল না। পরে বাসটি থামিয়ে অতিরিক্ত শ্রমিক বাস থেকে নামিয়ে স্বাস্থ্য বিধি মতে নির্দিষ্ট দুরত্বে রেখে বাসে শ্রমিকদের বাসে বসার ব্যবস্থা করা হয়। যাত্রীদের দুই শিফটে প্রতিষ্ঠানে যাওয়ার ব্যবস্থা করে ওই স্বাস্থ্য বিধি নিশ্চিত করা হয়। এদের যাদের মাস্ক নেই সেই মাস্ক ব্যবহার নিশ্চিত করতে প্রতিষ্ঠানকে বলা হয়েছে। তিনি আরো জানান, ভবিষ্যতে এমন যেন না হয় সে বিষয়ে প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন